সাভার (ঢাকা) : সাভার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ -সংবাদ
সাভার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ড. আখতারুজ্জামানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯-০৭-২০২৫) বেলা ১২টার দিকে সাভার থানা রোডের সাভার সরকারি কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থীরা ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবি জানিয়েছে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাভার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ড. আখতারুজ্জামান স্যার বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতি করেছে। তার সঙ্গে আওয়ামী লীগে নেতা-কর্মীদের সখ্যতা রয়েছে। এর আগে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষক থাকা অবস্থায় দুর্নীতি, স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী পন্থি কর্মকাণ্ড এবং অর্থ আত্মসাতের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরণ অনসনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ ঘটনায় সাভার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ড. আখতারুজ্জামান বলেন, আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।
আমি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষক মণ্ডলীর সম্পাদক ছিলাম। এছাড়া এখানে ক্যাডার এবং নন ক্যাডার নিয়ে একটি দ্বন্দ্ব রয়েছে। সে কারণেও এমনটা হতে পারেন বলে জানান তিনি।
এ বিষয়ে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম ধিমান বলেন, কলেজের ছাত্র-ছাত্রী এসে আমাকে একটি স্মারকলিপি দিয়েছে। সেখানে শিক্ষক আখতারুজ্জামান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে থাকাকালীন সময়ে ফ্যাসিস্টদের সহযোগিতাকারী ছিল। এর বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, সে জুলাই চেতনার বিরুদ্ধে কাজ করেছে বলে ছাত্ররা অভিযোগ করেছে। শিক্ষক মণ্ডলীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সাভার (ঢাকা) : সাভার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ -সংবাদ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
সাভার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ড. আখতারুজ্জামানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯-০৭-২০২৫) বেলা ১২টার দিকে সাভার থানা রোডের সাভার সরকারি কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থীরা ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবি জানিয়েছে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাভার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ড. আখতারুজ্জামান স্যার বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতি করেছে। তার সঙ্গে আওয়ামী লীগে নেতা-কর্মীদের সখ্যতা রয়েছে। এর আগে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষক থাকা অবস্থায় দুর্নীতি, স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী পন্থি কর্মকাণ্ড এবং অর্থ আত্মসাতের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরণ অনসনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ ঘটনায় সাভার সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ড. আখতারুজ্জামান বলেন, আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।
আমি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষক মণ্ডলীর সম্পাদক ছিলাম। এছাড়া এখানে ক্যাডার এবং নন ক্যাডার নিয়ে একটি দ্বন্দ্ব রয়েছে। সে কারণেও এমনটা হতে পারেন বলে জানান তিনি।
এ বিষয়ে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম ধিমান বলেন, কলেজের ছাত্র-ছাত্রী এসে আমাকে একটি স্মারকলিপি দিয়েছে। সেখানে শিক্ষক আখতারুজ্জামান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে থাকাকালীন সময়ে ফ্যাসিস্টদের সহযোগিতাকারী ছিল। এর বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, সে জুলাই চেতনার বিরুদ্ধে কাজ করেছে বলে ছাত্ররা অভিযোগ করেছে। শিক্ষক মণ্ডলীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।