নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল মির্জারচর ইউনিয়নের মেঘনায় অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছে একটি চক্র।
অবৈধ বালু উত্তোলনের বিষয়টি স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি প্রশাসনের, বরং অবৈধ বালু উত্তোলনের আরও মহোৎসব চলছে। অন্যদিকে সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলামকে বিভিন্ন মানুষের মাধ্যমে প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে প্রতিনিয়ত। বিষয়টি ওই সাংবাদিক রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে থানা পুলিশকে অবগত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল বলেন, এই উপজেলা বালু মহাল ইজারার কোনো অনুমতিপত্র নেই। বালুখেকোরা মেঘনায় অবৈধভাবে বালুর উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী সবার ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান জানানোর পাশাপাশি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল মির্জারচর ইউনিয়নের মেঘনায় অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছে একটি চক্র।
অবৈধ বালু উত্তোলনের বিষয়টি স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি প্রশাসনের, বরং অবৈধ বালু উত্তোলনের আরও মহোৎসব চলছে। অন্যদিকে সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলামকে বিভিন্ন মানুষের মাধ্যমে প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে প্রতিনিয়ত। বিষয়টি ওই সাংবাদিক রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে থানা পুলিশকে অবগত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল বলেন, এই উপজেলা বালু মহাল ইজারার কোনো অনুমতিপত্র নেই। বালুখেকোরা মেঘনায় অবৈধভাবে বালুর উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী সবার ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান জানানোর পাশাপাশি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।