মোহনগঞ্জ (নেত্রকোনা) : জলাশয়ে ফুটন্ত শাপলাফুল -সংবাদ
প্রকৃতির রূপসী কন্যা বাংলাদেশ, রূপের যেন নেইকো শেষ। ঋতু বৈচিত্র্যে এখন বর্ষাকাল। বর্ষাকালে প্রকৃতি সেজে ওঠে অনুপম শোভায়। বিলঝিল, পুকুর, ডোবা, জলাশয় ভরে ওঠে শাপলায়। শাপলা একটি জলজ উদ্ভিদ। বর্ষার আসার সাথে সাথে বিভিন্ন জলাশয়ে ফুটে ওঠে জাতীয় ফুল শাপলা। ছোট ছোট বীজ থেকে শাপলার জন্ম হয়। পানি শুকিয়ে গেলে এর মূল মাটিতে লুকিয়ে থাকে। মাটির নিচে এর মূল থাকে। মূলের ভেতর থেকে সরু নলের মতো ডাটা বা দণ্ড জন্মাতে থাকে। পরিপুষ্ট শাপলার মধ্যে একটি পরিপুষ্ট ফল থাকে, তাকে ড্যাপ বলে। শাপলার নল আবার সুস্বাদু তরকারি। হাওড়-বাওড়, বিলঝিল, খাল, ডোবা, পুকুর ঘেরা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা। শাপলার মৌসুমে উপজেলার বিভিন্ন জলাশয়গুলো ভরে উঠছে শাপলার বাহারি সাজে।
মোহনগঞ্জ (নেত্রকোনা) : জলাশয়ে ফুটন্ত শাপলাফুল -সংবাদ
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
প্রকৃতির রূপসী কন্যা বাংলাদেশ, রূপের যেন নেইকো শেষ। ঋতু বৈচিত্র্যে এখন বর্ষাকাল। বর্ষাকালে প্রকৃতি সেজে ওঠে অনুপম শোভায়। বিলঝিল, পুকুর, ডোবা, জলাশয় ভরে ওঠে শাপলায়। শাপলা একটি জলজ উদ্ভিদ। বর্ষার আসার সাথে সাথে বিভিন্ন জলাশয়ে ফুটে ওঠে জাতীয় ফুল শাপলা। ছোট ছোট বীজ থেকে শাপলার জন্ম হয়। পানি শুকিয়ে গেলে এর মূল মাটিতে লুকিয়ে থাকে। মাটির নিচে এর মূল থাকে। মূলের ভেতর থেকে সরু নলের মতো ডাটা বা দণ্ড জন্মাতে থাকে। পরিপুষ্ট শাপলার মধ্যে একটি পরিপুষ্ট ফল থাকে, তাকে ড্যাপ বলে। শাপলার নল আবার সুস্বাদু তরকারি। হাওড়-বাওড়, বিলঝিল, খাল, ডোবা, পুকুর ঘেরা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা। শাপলার মৌসুমে উপজেলার বিভিন্ন জলাশয়গুলো ভরে উঠছে শাপলার বাহারি সাজে।