মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে প্রতিপক্ষের গুলিতে মান্নান নামে একজন নিহত হয়েছেন, যিনি এলাকায় ‘শুটার মান্নান’ নামে পরিচিত। এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। নিহত মান্নান (৪৫) জৈষ্ঠিতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন, হৃদয় বাগ (২৮), আতিকুর (৩০), হাসিব (৩৪), শ্যামল (৩০), নয়ন (২৫), হামীম (৩২)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনা নদীতে ‘অবৈধ বালু উত্তোলনসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপ ও লালু গ্রুপের মধ্যে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই দুই গ্রুপের মধ্যে এর আগেও বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, সোমবার সকালে ইমামপুর ইউনিয়নের ষোলআনি ও বড় কালিপুরা সংলগ্ন মেঘনা নদীর শাখায় গোলাগুলি শব্দ শোনা গেছে।
নিহত মান্নানের স্ত্রী সুমি আক্তার সংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে লালু বাহিনীর প্রধান লালু আমার স্বামীকে হত্যার চেষ্টা করতেছে। আমার স্বামী নিজে এ কথা আমাকে বলেছে। সোমবার সকাল আনুমানিক আটটার সময়েও তার (মান্নান) সঙ্গে আমার কথা হয়েছে। আমি আমার হত্যাকারী লালুগংদের বিচার চাই।’
গজারিয়া নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর হাসান বলেন, ‘আমরা সাড়ে বারটায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি ইঞ্জিন চালিত নৌকায় মান্নানের মৃত দেহ পেয়েছি। তিনি একাধিক মামলার আসামি।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, নিহত মান্নানের স্ত্রীর দাবি লালু বাহিনী তার স্বামীকে হত্যা করেছে। আমরা তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেব।’
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে প্রতিপক্ষের গুলিতে মান্নান নামে একজন নিহত হয়েছেন, যিনি এলাকায় ‘শুটার মান্নান’ নামে পরিচিত। এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। নিহত মান্নান (৪৫) জৈষ্ঠিতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে। আহতরা হলেন, হৃদয় বাগ (২৮), আতিকুর (৩০), হাসিব (৩৪), শ্যামল (৩০), নয়ন (২৫), হামীম (৩২)।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেঘনা নদীতে ‘অবৈধ বালু উত্তোলনসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপ ও লালু গ্রুপের মধ্যে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই দুই গ্রুপের মধ্যে এর আগেও বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, সোমবার সকালে ইমামপুর ইউনিয়নের ষোলআনি ও বড় কালিপুরা সংলগ্ন মেঘনা নদীর শাখায় গোলাগুলি শব্দ শোনা গেছে।
নিহত মান্নানের স্ত্রী সুমি আক্তার সংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে লালু বাহিনীর প্রধান লালু আমার স্বামীকে হত্যার চেষ্টা করতেছে। আমার স্বামী নিজে এ কথা আমাকে বলেছে। সোমবার সকাল আনুমানিক আটটার সময়েও তার (মান্নান) সঙ্গে আমার কথা হয়েছে। আমি আমার হত্যাকারী লালুগংদের বিচার চাই।’
গজারিয়া নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর হাসান বলেন, ‘আমরা সাড়ে বারটায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি ইঞ্জিন চালিত নৌকায় মান্নানের মৃত দেহ পেয়েছি। তিনি একাধিক মামলার আসামি।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, নিহত মান্নানের স্ত্রীর দাবি লালু বাহিনী তার স্বামীকে হত্যা করেছে। আমরা তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেব।’