চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের গাড়িবহরে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের হামলা ও দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই ঘটনায় পাঁচজনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুব শিগগিরই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন (চেয়ারম্যান), মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, জাতীয়তাবাদী যুবদলের নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন। তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে রাউজানের সাত্তারঘাট এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খোন্দকারের গাড়িবহরে হামলা চালায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে গোলাম আকবর খোন্দকারের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও বেশ কিছু মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে এই বিরোধ দীর্ঘদিনের। গত বছরের ৫ আগস্টের পর এমন সংঘর্ষ একাধিকবার হয়েছে।
বালিয়াডাঙ্গীর দুজনকে বহিষ্কার
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ জুলাই ওই কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী টি এম মাহবুবুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের গাড়িবহরে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের হামলা ও দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই ঘটনায় পাঁচজনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুব শিগগিরই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন (চেয়ারম্যান), মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, জাতীয়তাবাদী যুবদলের নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন। তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে রাউজানের সাত্তারঘাট এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খোন্দকারের গাড়িবহরে হামলা চালায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে গোলাম আকবর খোন্দকারের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও বেশ কিছু মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে এই বিরোধ দীর্ঘদিনের। গত বছরের ৫ আগস্টের পর এমন সংঘর্ষ একাধিকবার হয়েছে।
বালিয়াডাঙ্গীর দুজনকে বহিষ্কার
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ জুলাই ওই কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী টি এম মাহবুবুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।