ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লার বিরুদ্ধে সম্প্রতি “Face The People” নামক একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে মোঃ আলম মোল্লা বলেন, “উক্ত সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে প্ররোচিত অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।” তিনি আরও বলেন, “আমার দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে কখনও কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলাম না এবং থাকবো না। যদি কেউ আমার বিরুদ্ধে ১ টাকারও চাঁদাবাজির প্রমাণ দিতে পারে, আমি স্বেচ্ছায় পদত্যাগ করবো ও রাজনীতি থেকে সরে দাঁড়াবো।”
এ ব্যাপারে তিনি “Face The People” ও “ভয়েস অব মেহেরপাড়া” নামে উল্লিখিত দুটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, “যদি সত্যিকার কোনো অভিযোগ থাকে, তা প্রমাণসহ জনসমক্ষে উপস্থাপন করুন। অপপ্রচার এবং মিথ্যাচারের মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা সফল হবে না।”
পরিশেষে তিনি পলাশবাসীর প্রতি আহ্বান জানান, “আমি নিরপরাধ। কারো মিথ্যা প্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। সত্যের জয় হবেই। আমি আপনাদের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করেই রাজনীতি করি। মিথ্যার মুখোশ খুব শিগগিরই জনগণের সামনে উন্মোচিত হবে।”
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লার বিরুদ্ধে সম্প্রতি “Face The People” নামক একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে মোঃ আলম মোল্লা বলেন, “উক্ত সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদনে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে প্ররোচিত অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।” তিনি আরও বলেন, “আমার দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে কখনও কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলাম না এবং থাকবো না। যদি কেউ আমার বিরুদ্ধে ১ টাকারও চাঁদাবাজির প্রমাণ দিতে পারে, আমি স্বেচ্ছায় পদত্যাগ করবো ও রাজনীতি থেকে সরে দাঁড়াবো।”
এ ব্যাপারে তিনি “Face The People” ও “ভয়েস অব মেহেরপাড়া” নামে উল্লিখিত দুটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, “যদি সত্যিকার কোনো অভিযোগ থাকে, তা প্রমাণসহ জনসমক্ষে উপস্থাপন করুন। অপপ্রচার এবং মিথ্যাচারের মাধ্যমে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা সফল হবে না।”
পরিশেষে তিনি পলাশবাসীর প্রতি আহ্বান জানান, “আমি নিরপরাধ। কারো মিথ্যা প্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। সত্যের জয় হবেই। আমি আপনাদের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করেই রাজনীতি করি। মিথ্যার মুখোশ খুব শিগগিরই জনগণের সামনে উন্মোচিত হবে।”