কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্ছ মাধ্যমিক বিদ্যালয় ও কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুটি বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন ও সততা সংঘের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে এ সততা স্টোর চালু করা হয়েছে। স্টোরে খাতা, কলম, জ্যামিটি বক্স, স্কেল, চিপস, কেক, বিস্কুট, চানাচুর ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কোনো বিক্রেতা থাকবে না। পণ্য কিনে পণ্যের মূল্য দেখে শিক্ষার্থীরা নিজেরাই মূল্য পরিশোধ করবে। এতে শিক্ষার্থীরা ছাত্র জীবন থেকেই সততার সঙ্গে কাজ করার মনোভাব সৃষ্টি হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূঁইয়া ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।
বুধবার, ৩০ জুলাই ২০২৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্ছ মাধ্যমিক বিদ্যালয় ও কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুটি বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন ও সততা সংঘের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে এ সততা স্টোর চালু করা হয়েছে। স্টোরে খাতা, কলম, জ্যামিটি বক্স, স্কেল, চিপস, কেক, বিস্কুট, চানাচুর ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কোনো বিক্রেতা থাকবে না। পণ্য কিনে পণ্যের মূল্য দেখে শিক্ষার্থীরা নিজেরাই মূল্য পরিশোধ করবে। এতে শিক্ষার্থীরা ছাত্র জীবন থেকেই সততার সঙ্গে কাজ করার মনোভাব সৃষ্টি হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূঁইয়া ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।