প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ৭টি ব্যাংক হিসাব ও ৫টি বেনিফিসিয়ারি ওনার্স-(বিও) হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন-দুদকের উপ-পরিচালক খায়রুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। সংস্থার জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদকের আবেদন অনুযায়ী, নজিবুর রহমানের রমনার ফ্ল্যাটটি ৩ হাজার ২৭৬ বর্গফুটের, যার দাম ৩ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া তার ব্যাংক ও বিও হিসাবে ১ লাখ ২১ হাজার ৩৮৯ টাকা থাকার তথ্য দেয়া হয়েছে সেই আবেদনে।
দুদক বলেছে, নজিবুর রহমানের বিরুদ্ধে ‘ঘুষ, দুর্নীতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ’ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। নথিপত্র পর্যালোচনা করে নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে তারা। এসব সম্পদের বৈধ কোনো উৎস না পাওয়ার কথাও বলা হয়েছে দুদকের আবেদনে।
বুধবার, ৩০ জুলাই ২০২৫
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ৭টি ব্যাংক হিসাব ও ৫টি বেনিফিসিয়ারি ওনার্স-(বিও) হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন-দুদকের উপ-পরিচালক খায়রুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। সংস্থার জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদকের আবেদন অনুযায়ী, নজিবুর রহমানের রমনার ফ্ল্যাটটি ৩ হাজার ২৭৬ বর্গফুটের, যার দাম ৩ কোটি ৬৫ লাখ টাকা। এছাড়া তার ব্যাংক ও বিও হিসাবে ১ লাখ ২১ হাজার ৩৮৯ টাকা থাকার তথ্য দেয়া হয়েছে সেই আবেদনে।
দুদক বলেছে, নজিবুর রহমানের বিরুদ্ধে ‘ঘুষ, দুর্নীতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ’ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। নথিপত্র পর্যালোচনা করে নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর/অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে তারা। এসব সম্পদের বৈধ কোনো উৎস না পাওয়ার কথাও বলা হয়েছে দুদকের আবেদনে।