দুর্নীতির অভিযোগে বেসরকারি সংস্থা উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১৩ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। নিষেধাজ্ঞায় পরা অন্যরা হলেন- উদ্দীপনের সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, সাবেক নির্বাহী পরিচালক ও সিইও মোস্তাফিজুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ মো. গোলাম আহাদ, সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান, মো. নজরুল ইসলাম খান, নাহিদ সুলতান, আবু জামিল ফয়সাল, শওকত হোসেন, ভবতোষ নাথ, বিদ্যুত কুমার বসু, রেহানা বেগম এবং রেজা সেলিম মো. তৈয়বুল হক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের পক্ষে সংস্থার সহকারি পরিচালক মুহা. শোয়াইব ইবনে আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে জালিয়াতির দুইটি মামলা তদন্তাধীন। তদন্তে এসেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাওয়া বন্ধ করাসহ এনআইডি ব্লক করা প্রয়োজন।
বুধবার, ৩০ জুলাই ২০২৫
দুর্নীতির অভিযোগে বেসরকারি সংস্থা উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১৩ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। নিষেধাজ্ঞায় পরা অন্যরা হলেন- উদ্দীপনের সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, সাবেক নির্বাহী পরিচালক ও সিইও মোস্তাফিজুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ মো. গোলাম আহাদ, সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান, মো. নজরুল ইসলাম খান, নাহিদ সুলতান, আবু জামিল ফয়সাল, শওকত হোসেন, ভবতোষ নাথ, বিদ্যুত কুমার বসু, রেহানা বেগম এবং রেজা সেলিম মো. তৈয়বুল হক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের পক্ষে সংস্থার সহকারি পরিচালক মুহা. শোয়াইব ইবনে আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে জালিয়াতির দুইটি মামলা তদন্তাধীন। তদন্তে এসেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাওয়া বন্ধ করাসহ এনআইডি ব্লক করা প্রয়োজন।