ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে ব্যবসায়ীদের ৬০ লাখ টাকার মালামালসহ কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সবাই চান্দিনার কাপড় ব্যবসায়ী। গত শুক্রবার দিনগত রাত ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে কাভার্ড ভ্যানটি ছিনতাই করে ছিনতাইকারী চক্রটি। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছেন নিরাপদ ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ।
জানা যায়, গত শুক্রবার চান্দিনার ১৮ জন কাপড় ব্যবসায়ী নরসিংদীর বাবুরহাট কাপড় বাজার থেকে প্রায় ৬০ লাখ টাকার কাপড় কিনে নিরাপদ ট্রান্সপোর্ট এর কাভার্ড ভ্যান যোগে তাদের কাপড় পরিবহন করে। কাপড় বোঝাই কাভার্ড ভ্যানটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীচক্র চালককে জিম্মি করে কাপড় বোঝাই কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী চান্দিনার কাপড় ব্যবসায়ী তাপস মজুমদার জানান, আমরা ব্যবসায়ী একত্রিত হয়ে প্রায়ই বাবুরহাট থেকে ট্রান্সপোর্ট যোগে কাপড় আনি। গত শুক্রবার আমরা ১৮জন ব্যবসায়ী প্রায় ৬০ লাখ টাকার কাপড় কিনে নিরাপদ ট্রান্সপোর্টে দেই। ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যানটি দাউদকান্দির বানিয়াপাড়া পৌঁছলে পিছন থেকে একটি পিকআপ এসে কাভার্ড ভ্যানের গতিরোধ করে এবং চালককে সরিয়ে তারা গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিরাপদ ট্রান্সপোর্টের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় মামলাও করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত (২৯ জুলাই) গাড়ি ও মালামালের কোন খোঁজ দিতে পারেনি পুলিশ।
অপর ব্যবসায়ী রাজিব নন্দী জানান- আমি থান কাপড়, বিছানার চাদরের ব্যবসা করি। গত শুক্রবার সাড়ে তিন লাখ টাকার কাপড় কিনে ওই ট্রান্সপোর্টে দিয়ে আসি। হঠাৎ রাতে ফোন আসে আমাদের মালবাহী কাভার্ড ভ্যান ছিনতাই হয়েছে। এতে আমরা চরম বিপদগ্রস্ত হয়ে পড়ি।
নিরাপদ ট্রান্সপোর্টের চান্দিনা ব্রাঞ্চ ম্যানেজার সনত কুমার নন্দী জানান- ডাকাতচক্র চালককে মারধর করে গাড়িটি নিয়ন্ত্রণে নেয় এবং চালকের বিকাশ পিন নম্বর নিয়ে ৫ হাজার টাকাও নিয়ে যায়। ৭-৮ জনের সংঘবদ্ধ ডাকাতের কবলে পড়ে ভোরে চালক আমাকে বিষয়টি জানায়। এ ঘটনায় আমি বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা দায়ের করি।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েদ চৌধুরী জানান, গত শুক্রবার রাতে মালামালসহ কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে।
মালামালসহ কাভার্ড ভ্যানটি উদ্ধারে কাজ চলছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আলম জানান, গত শুক্রবার কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনা এবং থানায় মামলা সংক্রান্ত বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেছেন আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। মহাসড়কে আমাদের হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার, ৩০ জুলাই ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে ব্যবসায়ীদের ৬০ লাখ টাকার মালামালসহ কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সবাই চান্দিনার কাপড় ব্যবসায়ী। গত শুক্রবার দিনগত রাত ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে কাভার্ড ভ্যানটি ছিনতাই করে ছিনতাইকারী চক্রটি। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেছেন নিরাপদ ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ।
জানা যায়, গত শুক্রবার চান্দিনার ১৮ জন কাপড় ব্যবসায়ী নরসিংদীর বাবুরহাট কাপড় বাজার থেকে প্রায় ৬০ লাখ টাকার কাপড় কিনে নিরাপদ ট্রান্সপোর্ট এর কাভার্ড ভ্যান যোগে তাদের কাপড় পরিবহন করে। কাপড় বোঝাই কাভার্ড ভ্যানটি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীচক্র চালককে জিম্মি করে কাপড় বোঝাই কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী চান্দিনার কাপড় ব্যবসায়ী তাপস মজুমদার জানান, আমরা ব্যবসায়ী একত্রিত হয়ে প্রায়ই বাবুরহাট থেকে ট্রান্সপোর্ট যোগে কাপড় আনি। গত শুক্রবার আমরা ১৮জন ব্যবসায়ী প্রায় ৬০ লাখ টাকার কাপড় কিনে নিরাপদ ট্রান্সপোর্টে দেই। ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যানটি দাউদকান্দির বানিয়াপাড়া পৌঁছলে পিছন থেকে একটি পিকআপ এসে কাভার্ড ভ্যানের গতিরোধ করে এবং চালককে সরিয়ে তারা গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিরাপদ ট্রান্সপোর্টের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় মামলাও করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত (২৯ জুলাই) গাড়ি ও মালামালের কোন খোঁজ দিতে পারেনি পুলিশ।
অপর ব্যবসায়ী রাজিব নন্দী জানান- আমি থান কাপড়, বিছানার চাদরের ব্যবসা করি। গত শুক্রবার সাড়ে তিন লাখ টাকার কাপড় কিনে ওই ট্রান্সপোর্টে দিয়ে আসি। হঠাৎ রাতে ফোন আসে আমাদের মালবাহী কাভার্ড ভ্যান ছিনতাই হয়েছে। এতে আমরা চরম বিপদগ্রস্ত হয়ে পড়ি।
নিরাপদ ট্রান্সপোর্টের চান্দিনা ব্রাঞ্চ ম্যানেজার সনত কুমার নন্দী জানান- ডাকাতচক্র চালককে মারধর করে গাড়িটি নিয়ন্ত্রণে নেয় এবং চালকের বিকাশ পিন নম্বর নিয়ে ৫ হাজার টাকাও নিয়ে যায়। ৭-৮ জনের সংঘবদ্ধ ডাকাতের কবলে পড়ে ভোরে চালক আমাকে বিষয়টি জানায়। এ ঘটনায় আমি বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা দায়ের করি।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েদ চৌধুরী জানান, গত শুক্রবার রাতে মালামালসহ কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে।
মালামালসহ কাভার্ড ভ্যানটি উদ্ধারে কাজ চলছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আলম জানান, গত শুক্রবার কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনা এবং থানায় মামলা সংক্রান্ত বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করেছেন আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। মহাসড়কে আমাদের হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।