দোহার (ঢাকা) : মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও নগদ অর্থ বিতরণ করা হয় -সংবাদ
ভাটিবাংলার প্রাণকেন্দ্র নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা। হাওর বাওর, নদীনালা, খালবিল, বিল-ঝিল বেষ্টিত মৎস্য ভাণ্ডার হিসেবে মোহনগঞ্জের খ্যাতি অনেক পুরনো। কোনো জায়গায় বেড়াতে গেলে মানুষের সঙ্গে পরিচয় হওয়ার পর মোহনগঞ্জের কথা উঠলেই বলা হতো আপনারা তো মাছের দেশের মানুষ। এমনটিই ছিল মাছের বাড়ি হিসেবে মোহনগঞ্জের সুখ্যাতি দেশজুড়ে। মোহনগঞ্জে রয়েছে একটি পুরনো মাছঘাট। এখানে রয়েছে অনেকগুলো মৎস্য আড়ৎ। বিভিন্ন এলাকা থেকে এখানে মাছ নিয়ে আসা হয়। ডাকের মাধ্যমে বিক্রি হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাছ চালান হয়। মাছঘাটের পাশেই রয়েছে মৎস্য অবতরণ কেন্দ্র। কিন্তু দিন দিন মোহনগঞ্জে হারিয়ে যাচ্ছে মাছের সুনাম। ঘাটে ঘাটে ঘাট হয়েছে। এখন আগের এত মোহনগঞ্জে মাছ আসছে না। তাছাড়া হাওর-বাঁওরে পোনামাছ নিধনে মাছ কমে যাচ্ছে। বর্তমানে চলছে বর্ষাকাল। ভরা বর্ষায়ও হাওর বাওর, বিলঝিল, নদীনালায় আশানুরূপ পানি নেই। ফলে মাছের ভরা মৌসুমেও মোহনগঞ্জে চলছে মাছের আকাল। হাটবাজারগুলোতে পাওয়া যাচ্ছে না স্বাদু পানির মাছ। যতটুকু পাওয়া যাচ্ছে তাও আবার চড়ামূল্যে বিক্রি হচ্ছে। বাজারে আসা একজন বৃদ্ধ ক্রেতার আফসোস, হায়রে মোহনগঞ্জের মাছ, কি দেহলাম, কি অইলো। অনেক ক্ষেত্রে এখন চাষের মাছই ভরসা। প্রকৃতির খেয়াল, নির্বিচারে মা, পোনামাছ নিধন মাছ কমে যাওয়ার কারণ হিসেবে অভিজ্ঞমহল মনে করেন।
দোহার (ঢাকা) : মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও নগদ অর্থ বিতরণ করা হয় -সংবাদ
বুধবার, ৩০ জুলাই ২০২৫
ভাটিবাংলার প্রাণকেন্দ্র নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা। হাওর বাওর, নদীনালা, খালবিল, বিল-ঝিল বেষ্টিত মৎস্য ভাণ্ডার হিসেবে মোহনগঞ্জের খ্যাতি অনেক পুরনো। কোনো জায়গায় বেড়াতে গেলে মানুষের সঙ্গে পরিচয় হওয়ার পর মোহনগঞ্জের কথা উঠলেই বলা হতো আপনারা তো মাছের দেশের মানুষ। এমনটিই ছিল মাছের বাড়ি হিসেবে মোহনগঞ্জের সুখ্যাতি দেশজুড়ে। মোহনগঞ্জে রয়েছে একটি পুরনো মাছঘাট। এখানে রয়েছে অনেকগুলো মৎস্য আড়ৎ। বিভিন্ন এলাকা থেকে এখানে মাছ নিয়ে আসা হয়। ডাকের মাধ্যমে বিক্রি হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাছ চালান হয়। মাছঘাটের পাশেই রয়েছে মৎস্য অবতরণ কেন্দ্র। কিন্তু দিন দিন মোহনগঞ্জে হারিয়ে যাচ্ছে মাছের সুনাম। ঘাটে ঘাটে ঘাট হয়েছে। এখন আগের এত মোহনগঞ্জে মাছ আসছে না। তাছাড়া হাওর-বাঁওরে পোনামাছ নিধনে মাছ কমে যাচ্ছে। বর্তমানে চলছে বর্ষাকাল। ভরা বর্ষায়ও হাওর বাওর, বিলঝিল, নদীনালায় আশানুরূপ পানি নেই। ফলে মাছের ভরা মৌসুমেও মোহনগঞ্জে চলছে মাছের আকাল। হাটবাজারগুলোতে পাওয়া যাচ্ছে না স্বাদু পানির মাছ। যতটুকু পাওয়া যাচ্ছে তাও আবার চড়ামূল্যে বিক্রি হচ্ছে। বাজারে আসা একজন বৃদ্ধ ক্রেতার আফসোস, হায়রে মোহনগঞ্জের মাছ, কি দেহলাম, কি অইলো। অনেক ক্ষেত্রে এখন চাষের মাছই ভরসা। প্রকৃতির খেয়াল, নির্বিচারে মা, পোনামাছ নিধন মাছ কমে যাওয়ার কারণ হিসেবে অভিজ্ঞমহল মনে করেন।