নওগাঁর বদলগাছী উপজেলার প্রশাসনিক প্রাণকেন্দ্রে সাংবাদিক সাগরের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার গভীর রাতে বদলগাছী উপজেলা চত্বরের পশে অবস্থিত সরকারি খাদ্য গুদাম তার সামনেই সার্থক ট্রেডার্স নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ১০ ইঞ্চির ইটের দেয়াল ভেঙে সিনজেনটা ও বায়ার কোম্পানির কীটনাশক (বালাইনাশক) মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি গত মঙ্গলবার সকাল সাড়ে সাত টায় জানাজানি হলে। বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, উপজেলা চত্বরই যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের ঘরবাড়ি কে রক্ষা করবে কি ভাবে।
জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা দোকানের পেছনের (পূর্ব) পশের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ভিতরে ঢুকে আলমারীর তালা ভেঙে সিনজেনটা ও বায়ার কোম্পনির সব গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে চলে যায়।
দোকানের ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আজকেও সকালে দোকান খুলে দেখি দোকান ঘরের সবকিছু তছনছ। এরপর দোকানের গোডাউনের পূর্ব দিকের দেয়ালে কাটা অংশ দেখতে পাই।
ওই দিক দিয়েই চোরেরা দোকানে প্রবেশ করে মূল্যবান সব কীটনাশক (বালাইনাশক) ওষুধ নিয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, উপজেলা কৃষি অফিসার ও থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলা চত্বরে ও বিভিন্ন দপ্তরে নিয়মিত নিরাপত্তা প্রহরী পহারায় থাকার কথা থাকলেও সেই দ্বায়ীত্বও পালন করেন না তারা। অপরদিকে রাতে বাজারে পুলিশের টহল থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই বললেই চলে।
এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখে মুখে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো নজরদারি নেই। পুলিশের গাফিলতিতেই এ ধরনের ঘটনা ঘটছে।
সার্থক ট্রেডার্সের মালিক সাংবাদিক সানজাদ রয়েল সাগর বলেন,‘চারদিন আগে আমি সিনজেনটা কোম্পানির মালামাল দোকানে তুলেছি। সেই মালামাল ও অন্যান্য কোম্পানির কীটনাশক ওষুধসহ আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
বুধবার, ৩০ জুলাই ২০২৫
নওগাঁর বদলগাছী উপজেলার প্রশাসনিক প্রাণকেন্দ্রে সাংবাদিক সাগরের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার গভীর রাতে বদলগাছী উপজেলা চত্বরের পশে অবস্থিত সরকারি খাদ্য গুদাম তার সামনেই সার্থক ট্রেডার্স নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ১০ ইঞ্চির ইটের দেয়াল ভেঙে সিনজেনটা ও বায়ার কোম্পানির কীটনাশক (বালাইনাশক) মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি গত মঙ্গলবার সকাল সাড়ে সাত টায় জানাজানি হলে। বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয়রা বলছেন, উপজেলা চত্বরই যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের ঘরবাড়ি কে রক্ষা করবে কি ভাবে।
জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা দোকানের পেছনের (পূর্ব) পশের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ভিতরে ঢুকে আলমারীর তালা ভেঙে সিনজেনটা ও বায়ার কোম্পনির সব গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে চলে যায়।
দোকানের ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আজকেও সকালে দোকান খুলে দেখি দোকান ঘরের সবকিছু তছনছ। এরপর দোকানের গোডাউনের পূর্ব দিকের দেয়ালে কাটা অংশ দেখতে পাই।
ওই দিক দিয়েই চোরেরা দোকানে প্রবেশ করে মূল্যবান সব কীটনাশক (বালাইনাশক) ওষুধ নিয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, উপজেলা কৃষি অফিসার ও থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলা চত্বরে ও বিভিন্ন দপ্তরে নিয়মিত নিরাপত্তা প্রহরী পহারায় থাকার কথা থাকলেও সেই দ্বায়ীত্বও পালন করেন না তারা। অপরদিকে রাতে বাজারে পুলিশের টহল থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই বললেই চলে।
এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখে মুখে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো নজরদারি নেই। পুলিশের গাফিলতিতেই এ ধরনের ঘটনা ঘটছে।
সার্থক ট্রেডার্সের মালিক সাংবাদিক সানজাদ রয়েল সাগর বলেন,‘চারদিন আগে আমি সিনজেনটা কোম্পানির মালামাল দোকানে তুলেছি। সেই মালামাল ও অন্যান্য কোম্পানির কীটনাশক ওষুধসহ আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।