গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পিনুর মোড়ের খুচরা সার ব্যবসায়ী মো. বাদশা মিয়ার দোকান ঘর হতে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ও ভ্রামম্যান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। সোমবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্ত্বিতে অভিযান চালিয়ে অবৈধভাবে তার দোকান ঘরে মজুদ করে রাখার অপরাধে সারগুলো জব্দ করে। পরে উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবিরের তত্ত্বাবধানে রাখা হয়।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার গাইবান্ধা বাফার গোডাউন হতে সুন্দরগঞ্জের সোনারায় ইউনিয়নের বিসিআইসির ডিলার ননি গোপাল সরকার ও রামজীবন ইউনিয়নের ডিলার প্রদীপ চন্দ্র সরকার বরাদ্দকৃত টিএসপি সার উত্তোলন করে একই ট্র্যাকে নিয়ে আসে। ডিলার ননি গোপাল সরকার তার সারগুলো সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারের গোডাউনে মজুত করে। ডিলার প্রদীপ চন্দ্র সরকার ১৩৩ বস্তা সার তার গোডাউন রামজীবন ইউনিয়নের ডোমেরহাট বাজারের গোডাউনে মজুত না করে দহবন্দ ইউনিয়নের পিনুর মোড়ের খুচরা সার ব্যবসায়ী বাদশার দোকান ঘরে মজুদ করে। সারগুলো কালোবাজারে বিক্রির লক্ষ্যে মজুত করা হয়েছে মর্মে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন। দোকানের মালিক না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভাব হয়নি।
ডিলার প্রদীপ চন্দ্র সরকারের ম্যানেজার জয়ন্ত বাবু বলেন, তার গোডাউনে জায়গা না হওয়ায় পিনুর মোড়ের বাদশার দোকান ঘরে রাখা হয়েছে। সারগুলো কোথাও বিক্রি করা হয়নি।
খুচরা সার বিক্রেতা বাদশা মিয়ার মোবাইল ফোন বন্ধ এবং দোকানে না থাকায় তার মতামত নেওয়া সম্ভাব হয়নি।
বুধবার, ৩০ জুলাই ২০২৫
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পিনুর মোড়ের খুচরা সার ব্যবসায়ী মো. বাদশা মিয়ার দোকান ঘর হতে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দ করেছেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ও ভ্রামম্যান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। সোমবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্ত্বিতে অভিযান চালিয়ে অবৈধভাবে তার দোকান ঘরে মজুদ করে রাখার অপরাধে সারগুলো জব্দ করে। পরে উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবিরের তত্ত্বাবধানে রাখা হয়।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার গাইবান্ধা বাফার গোডাউন হতে সুন্দরগঞ্জের সোনারায় ইউনিয়নের বিসিআইসির ডিলার ননি গোপাল সরকার ও রামজীবন ইউনিয়নের ডিলার প্রদীপ চন্দ্র সরকার বরাদ্দকৃত টিএসপি সার উত্তোলন করে একই ট্র্যাকে নিয়ে আসে। ডিলার ননি গোপাল সরকার তার সারগুলো সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারের গোডাউনে মজুত করে। ডিলার প্রদীপ চন্দ্র সরকার ১৩৩ বস্তা সার তার গোডাউন রামজীবন ইউনিয়নের ডোমেরহাট বাজারের গোডাউনে মজুত না করে দহবন্দ ইউনিয়নের পিনুর মোড়ের খুচরা সার ব্যবসায়ী বাদশার দোকান ঘরে মজুদ করে। সারগুলো কালোবাজারে বিক্রির লক্ষ্যে মজুত করা হয়েছে মর্মে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন। দোকানের মালিক না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভাব হয়নি।
ডিলার প্রদীপ চন্দ্র সরকারের ম্যানেজার জয়ন্ত বাবু বলেন, তার গোডাউনে জায়গা না হওয়ায় পিনুর মোড়ের বাদশার দোকান ঘরে রাখা হয়েছে। সারগুলো কোথাও বিক্রি করা হয়নি।
খুচরা সার বিক্রেতা বাদশা মিয়ার মোবাইল ফোন বন্ধ এবং দোকানে না থাকায় তার মতামত নেওয়া সম্ভাব হয়নি।