পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের এক পরিত্যাক্ত ভাঙা টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ।
গত মঙ্গলবার রাতে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ওই টয়লেট থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। নিহত আল হাবিব ওই ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের চরকডাঙ্গী নামক এলাকায় বিকেলে খেলা দেখতে গিয়ে বাড়িতে না ফেরায়, বিকেল থেকেই তাকে খোঁজাখুজি করা হয়। পরিবারের পক্ষ থেকে স্যোশাল মিডিয়া ফেসবুকেও খুঁজিয়ে পেতে শিশুটির ছবি সহ পোস্ট করেন অনেকেই। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির গলায় তার পরনের শার্ট পেঁচানো থাকতে দেখা যায়। মাথার পিছনেও আঘাতের চিহ্ন রয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকান্ড। তবে মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনাটি উদঘাটনে তদন্ত চলছে। সঠিক উদঘাটন খুব শীঘ্রই করা হবে।
বুধবার, ৩০ জুলাই ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের এক পরিত্যাক্ত ভাঙা টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে আল হাবিব (৬) নামের এক শিশুর মরদেহ।
গত মঙ্গলবার রাতে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের ওই টয়লেট থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। নিহত আল হাবিব ওই ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের চরকডাঙ্গী নামক এলাকায় বিকেলে খেলা দেখতে গিয়ে বাড়িতে না ফেরায়, বিকেল থেকেই তাকে খোঁজাখুজি করা হয়। পরিবারের পক্ষ থেকে স্যোশাল মিডিয়া ফেসবুকেও খুঁজিয়ে পেতে শিশুটির ছবি সহ পোস্ট করেন অনেকেই। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনের টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির গলায় তার পরনের শার্ট পেঁচানো থাকতে দেখা যায়। মাথার পিছনেও আঘাতের চিহ্ন রয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনের টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকান্ড। তবে মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনাটি উদঘাটনে তদন্ত চলছে। সঠিক উদঘাটন খুব শীঘ্রই করা হবে।