চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ।
নিহত কুলছুমা বেগম (৪০) ওই এলাকার বাসিন্দা আবদুল আজিজের স্ত্রী। পেশায় রাজমিস্ত্রি আজিজের বাড়ি বান্দরবানের লামা উপজেলার পূর্ব পালং গ্রামে। কর্ণফুলীর খোয়াজনগরে আফসার নামে এক ব্যক্তির ভাড়া ঘরে বসবাস করতেন তারা।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, “পারিবারিক কলহের জেরে আজিজ ও কুলছুমার মধ্যে ভোরে কথা কাটাকাটি হয়। এসময় আজিজুল তাকে মারধর শুরু করে এবং এক পর্যায়ে মশলা পেষার নোড়া দিয়ে মাথায় আঘাত করে।”
গুরুতর আহত অবস্থায় কুলছুমাকে উদ্ধার করে প্রতিবেশীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে আজিজুল পলাতক, তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বুধবার, ৩০ জুলাই ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ।
নিহত কুলছুমা বেগম (৪০) ওই এলাকার বাসিন্দা আবদুল আজিজের স্ত্রী। পেশায় রাজমিস্ত্রি আজিজের বাড়ি বান্দরবানের লামা উপজেলার পূর্ব পালং গ্রামে। কর্ণফুলীর খোয়াজনগরে আফসার নামে এক ব্যক্তির ভাড়া ঘরে বসবাস করতেন তারা।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, “পারিবারিক কলহের জেরে আজিজ ও কুলছুমার মধ্যে ভোরে কথা কাটাকাটি হয়। এসময় আজিজুল তাকে মারধর শুরু করে এবং এক পর্যায়ে মশলা পেষার নোড়া দিয়ে মাথায় আঘাত করে।”
গুরুতর আহত অবস্থায় কুলছুমাকে উদ্ধার করে প্রতিবেশীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে আজিজুল পলাতক, তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।