চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টা ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৩১-০৭-২০২৫) ভোর সাড়ে ৫টার সময় দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোরে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার? দশমী ব্রিজপাড়ার শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি বাঁন ফোন উদ্ধার করা হয়।
প্রয়োজনীয় তল্লাশি শেষে অবৈধ অস্ত্র, গুলিসহ গ্রেপ্তারকৃত সন্ত্রাসীকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টা ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৩১-০৭-২০২৫) ভোর সাড়ে ৫টার সময় দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোরে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার? দশমী ব্রিজপাড়ার শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি বাঁন ফোন উদ্ধার করা হয়।
প্রয়োজনীয় তল্লাশি শেষে অবৈধ অস্ত্র, গুলিসহ গ্রেপ্তারকৃত সন্ত্রাসীকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।