চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দামুড়হুদা, দর্শনা থানার ও মেহেরপুর আংশিক সীমান্ত এলাকায় অভিযান চালিয় ভারতীয় দানাদার রুপা, বিদেশি মদ, গাঁজা, সন্সিডিল, হেরোইন, ভায়াগ্রা ট্যাবলেট, চায়না দুয়ারীজালসহ বিভিন মালামাল মিলিয়ে ৫৫ লাখ ২৪ হাজার ৩৫৪ টাকার চারাচালানপণ্য জব্দ করেছে।
২৩ জুলায় থেকে ৩০ জুলাই এরমধ্যে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় দুইজন চারাকারবারীকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী, আজ গতকাল বুধবার বেলা ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী চলমান মাদক ও চারাচালান বিরাধী অভিযান চালিয়ে ১০ কেজি ৮৩৪ গ্রাম ভারতীয় দানাদার রুপা, ১৪৪ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৩৮ বোতল ফেনসিডিল ২০ গ্রাম হেরোইন, ৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ১০০ পিস চায়না দুয়ারী জাল, ২৯ পিস শাড়ি, ১৩ পিস থ্রি-পিস, ২০ কেজি পেয়াজের বীজ, ২০০ পিস পাতার বিড়ি, ১২৭ পিস কসমেটিকস সামগ্রী, ২টি মাবাইলফান এবং আরও অন্যান্য চারাচালানপণ্য জব্দ করা হয়। এ সময় দুজন চারাকারবারিকে আটক করা হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদা, দর্শনা থানা এলাকা ও মেহেরপুর আংশিক সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) দামুড়হুদা, দর্শনা থানার ও মেহেরপুর আংশিক সীমান্ত এলাকায় অভিযান চালিয় ভারতীয় দানাদার রুপা, বিদেশি মদ, গাঁজা, সন্সিডিল, হেরোইন, ভায়াগ্রা ট্যাবলেট, চায়না দুয়ারীজালসহ বিভিন মালামাল মিলিয়ে ৫৫ লাখ ২৪ হাজার ৩৫৪ টাকার চারাচালানপণ্য জব্দ করেছে।
২৩ জুলায় থেকে ৩০ জুলাই এরমধ্যে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় দুইজন চারাকারবারীকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী, আজ গতকাল বুধবার বেলা ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী চলমান মাদক ও চারাচালান বিরাধী অভিযান চালিয়ে ১০ কেজি ৮৩৪ গ্রাম ভারতীয় দানাদার রুপা, ১৪৪ বোতল বিদেশি মদ, ১৪ কেজি গাঁজা, ৩৮ বোতল ফেনসিডিল ২০ গ্রাম হেরোইন, ৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ১০০ পিস চায়না দুয়ারী জাল, ২৯ পিস শাড়ি, ১৩ পিস থ্রি-পিস, ২০ কেজি পেয়াজের বীজ, ২০০ পিস পাতার বিড়ি, ১২৭ পিস কসমেটিকস সামগ্রী, ২টি মাবাইলফান এবং আরও অন্যান্য চারাচালানপণ্য জব্দ করা হয়। এ সময় দুজন চারাকারবারিকে আটক করা হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদা, দর্শনা থানা এলাকা ও মেহেরপুর আংশিক সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।