কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে কুলছুমা বেগম (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে বলে জানান পুলিশ।
গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খোয়াজনগর গ্রামে আবছারের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত গৃহবধূ বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা এবং তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন ভোরে দুজনের মধ্যে তীব্র ঝগড়া পর্যায়ে আজিজুল হক স্ত্রী কুলছুমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারলে মারাত্মকভাবে জখম হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ বর্তমানে চমেক হাসপাতাল রয়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে কুলছুমা বেগম (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে বলে জানান পুলিশ।
গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খোয়াজনগর গ্রামে আবছারের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত গৃহবধূ বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা এবং তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন ভোরে দুজনের মধ্যে তীব্র ঝগড়া পর্যায়ে আজিজুল হক স্ত্রী কুলছুমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারলে মারাত্মকভাবে জখম হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ বর্তমানে চমেক হাসপাতাল রয়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।