রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা পুলিশ ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ মোড় এলাকায় নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ১ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ চন্দ্রিমা থানা পুলিশ আটক করেছে। আটককৃত হলেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম হাউজিং কোয়াটার এলাকার নুরুল বাশারের ছেলে মো. জুম্মন ইসলাম শান্ত (২৬)। আরএমপির অতিরিক্ত উপপুলিশ কশিনার (মিডিয়া) মো. গাজিউর রহমান পিপিএম জানান।
গত বুধবার রাত সোয়া ৯টায় চন্দ্রিমা থানা পুলিশের একটিটিম ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের জন্য ডিউটি করছিল। এ সময় গোযেন্দা তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে হানা দিয়ে ছিনতাইকারী জুম্মনকে আটক করে।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা পুলিশ ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ মোড় এলাকায় নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ১ জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ চন্দ্রিমা থানা পুলিশ আটক করেছে। আটককৃত হলেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম হাউজিং কোয়াটার এলাকার নুরুল বাশারের ছেলে মো. জুম্মন ইসলাম শান্ত (২৬)। আরএমপির অতিরিক্ত উপপুলিশ কশিনার (মিডিয়া) মো. গাজিউর রহমান পিপিএম জানান।
গত বুধবার রাত সোয়া ৯টায় চন্দ্রিমা থানা পুলিশের একটিটিম ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের জন্য ডিউটি করছিল। এ সময় গোযেন্দা তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে হানা দিয়ে ছিনতাইকারী জুম্মনকে আটক করে।