নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর শাহ দরবার শরিফে ঢিল ছুঁড়ে মারার অভিযোগে ঐ গ্রামের মানসিক প্রতিবন্ধী যুবক সাইফুল ইসলাম শিপন (২৩) কে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে। এই ব্যাপারে শিপনের ভাই রিপন হোসেন বাদী হয়ে ৪ জন সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে গত বুধবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ছোট জীবনগর গ্রামের মো. জহির এর প্রতিবন্ধী ছেলে শিপন গত মঙ্গলবার রাতে শাহ দরবার শরিফে ঢিল ছুঁড়ে মারে। এ ঘটনাকে কেন্দ্র করে মাজারের সাথে সংশ্লিষ্ট মো. শাওন (২৭), পারভেজ (২০), নুর হোসেন (৩০), মো. সুজন সহ অজ্ঞাতনামা কয়েকজন শিপনে কে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে অমানবিক নির্যাতন করতে থাকে। খবর পেয়ে তার বড় ভাই মো. রিপন হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর করার অভিযোগ পাওয়া যায়। আহতরা বর্তমানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এই ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর শাহ দরবার শরিফে ঢিল ছুঁড়ে মারার অভিযোগে ঐ গ্রামের মানসিক প্রতিবন্ধী যুবক সাইফুল ইসলাম শিপন (২৩) কে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে। এই ব্যাপারে শিপনের ভাই রিপন হোসেন বাদী হয়ে ৪ জন সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে গত বুধবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ছোট জীবনগর গ্রামের মো. জহির এর প্রতিবন্ধী ছেলে শিপন গত মঙ্গলবার রাতে শাহ দরবার শরিফে ঢিল ছুঁড়ে মারে। এ ঘটনাকে কেন্দ্র করে মাজারের সাথে সংশ্লিষ্ট মো. শাওন (২৭), পারভেজ (২০), নুর হোসেন (৩০), মো. সুজন সহ অজ্ঞাতনামা কয়েকজন শিপনে কে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে অমানবিক নির্যাতন করতে থাকে। খবর পেয়ে তার বড় ভাই মো. রিপন হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর করার অভিযোগ পাওয়া যায়। আহতরা বর্তমানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এই ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।