‘আওয়ামী লীগ শুধু ভারতের দালাল নয়, তারা যেন ভারতেরই ছিল, তারা যেসব সুবিধা চাইত আওয়ামী তা দিয়ে দিত।’ নড়াইলে দলীয় জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কথা বলেছেন। নড়াইল জেলা শাখার আয়োজনে গতকাল বুধবার বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চে জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন ‘এবার সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটিই হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের দল ও জামায়াতে ইসলামীসহ প্রায় সব ইসলামী দলের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে। তবে, দুয়েকটি ইসলামী দল সুবিধাভোগী হওয়ায় তারা এখনও এক হতে পারেনি।
তিনি বলেন, আলেমদের বিরোধিতা করায় আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। এবারো যে দলটি ইসলামী আন্দোলনসহ আলেম এবং ইসলামী দলগুলোর বিরুদ্ধে কুৎসা রটনা করছে, তারা টিকে থাকতে পারবে না যারা নিজের দলের নেতাকর্মীদের সামলাতে পারে না, তারা দেশ পরিচালনা করবে কীভাবে?
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি পত্রিকায় সাক্ষাতকারে বলেছেন, দেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে। তিনি উদ্বিগ্ন। ইসলামী দলগুলো নিয়ে উদ্বিগ্ন, নানা ট্যাগ দেয়া হচ্ছে।
এ প্রসঙ্গ টেনে রেজাউল করীম বলেন, ইসলামী দলগুলোকে ট্যাগ দিয়ে লাভ নেই, জনগণ এখন আর নাকে তেল দিয়ে ঘুমায় না। তারা ভালো-মন্দ বোঝে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন-দলের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, জামায়াতের জেলা আমির আতাউর রহমান বাচ্চু।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
‘আওয়ামী লীগ শুধু ভারতের দালাল নয়, তারা যেন ভারতেরই ছিল, তারা যেসব সুবিধা চাইত আওয়ামী তা দিয়ে দিত।’ নড়াইলে দলীয় জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কথা বলেছেন। নড়াইল জেলা শাখার আয়োজনে গতকাল বুধবার বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চে জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন ‘এবার সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটিই হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের দল ও জামায়াতে ইসলামীসহ প্রায় সব ইসলামী দলের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে। তবে, দুয়েকটি ইসলামী দল সুবিধাভোগী হওয়ায় তারা এখনও এক হতে পারেনি।
তিনি বলেন, আলেমদের বিরোধিতা করায় আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। এবারো যে দলটি ইসলামী আন্দোলনসহ আলেম এবং ইসলামী দলগুলোর বিরুদ্ধে কুৎসা রটনা করছে, তারা টিকে থাকতে পারবে না যারা নিজের দলের নেতাকর্মীদের সামলাতে পারে না, তারা দেশ পরিচালনা করবে কীভাবে?
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি পত্রিকায় সাক্ষাতকারে বলেছেন, দেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে। তিনি উদ্বিগ্ন। ইসলামী দলগুলো নিয়ে উদ্বিগ্ন, নানা ট্যাগ দেয়া হচ্ছে।
এ প্রসঙ্গ টেনে রেজাউল করীম বলেন, ইসলামী দলগুলোকে ট্যাগ দিয়ে লাভ নেই, জনগণ এখন আর নাকে তেল দিয়ে ঘুমায় না। তারা ভালো-মন্দ বোঝে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন-দলের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, জামায়াতের জেলা আমির আতাউর রহমান বাচ্চু।