সিরাজগঞ্জে বহুল প্রতীক্ষিত বিসিক শিল্পপার্ক, সিরাজগঞ্জের প্লট বরাদ্দপত্র প্লট বরাদ্দ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এদিন ৭২ জনকে প্লট প্রদান করা হয়। এ শিল্পপার্কটি চালু হলে ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
রাজশাহীর বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ আব্দুল কাদের সেখ প্রমুখ। স্বাগত বক্তব্যে সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম বলেন, শিল্পায়নের মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনীতিকে সমৃদ্ধ করাই ছিল সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক নির্মাণের উদ্দেশ্য। এ ছাড়া বেকারত্ব হ্রাস, অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পায়নের পরিবেশ গৃষ্টি করাও ছিল লক্ষ্য। এই শিল্পপার্কে ৮২৯টি প্লটের পরিকল্পনা ছিল, সবগুলোই প্রস্তুত করা হয়েছে। দেশি-বিদেশি উদ্যোক্তারা প্লট বরাদ্দ পেয়েছেন।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
সিরাজগঞ্জে বহুল প্রতীক্ষিত বিসিক শিল্পপার্ক, সিরাজগঞ্জের প্লট বরাদ্দপত্র প্লট বরাদ্দ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এদিন ৭২ জনকে প্লট প্রদান করা হয়। এ শিল্পপার্কটি চালু হলে ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
রাজশাহীর বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ আব্দুল কাদের সেখ প্রমুখ। স্বাগত বক্তব্যে সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম বলেন, শিল্পায়নের মাধ্যমে উত্তরবঙ্গের অর্থনীতিকে সমৃদ্ধ করাই ছিল সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক নির্মাণের উদ্দেশ্য। এ ছাড়া বেকারত্ব হ্রাস, অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পায়নের পরিবেশ গৃষ্টি করাও ছিল লক্ষ্য। এই শিল্পপার্কে ৮২৯টি প্লটের পরিকল্পনা ছিল, সবগুলোই প্রস্তুত করা হয়েছে। দেশি-বিদেশি উদ্যোক্তারা প্লট বরাদ্দ পেয়েছেন।