সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।
আহত অবস্থায় রুম্মান (২৮) নামের এক কর্মীকে সিলেট নগরীর রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বিমানবন্দর এলাকার মছর মিয়ার ছেলে। আহত আরেক কর্মী এনামুল হক (২৪) একই এলাকার বাসিন্দা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা যখন চাকা খুলে নিচ্ছিলেন, তখন একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হয়ে ফেটে যায়। এতে দুই শ্রমিক আহত হন।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, “দুর্ঘটনায় কোনো বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।”
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।
আহত অবস্থায় রুম্মান (২৮) নামের এক কর্মীকে সিলেট নগরীর রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বিমানবন্দর এলাকার মছর মিয়ার ছেলে। আহত আরেক কর্মী এনামুল হক (২৪) একই এলাকার বাসিন্দা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা যখন চাকা খুলে নিচ্ছিলেন, তখন একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হয়ে ফেটে যায়। এতে দুই শ্রমিক আহত হন।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, “দুর্ঘটনায় কোনো বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।”