ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাবা কুড়াল দিয়ে কুপিয়ে নিজ শিশুপুত্রকে হত্যা করেছেন। পুলিশ তাকে আটক করেছে।
এ ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামে গতকাল বুধবার বিকেলে ঘটে মর্মান্তিক এ ঘটনা। নিহত শিশুর নাম মোবারক (১০)। তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন তার বাবা নূরুল আমিন (৩৫)।
স্থানীয়রা জানান, ঘটনার সময় তারা চিৎকার শুনে এগিয়ে গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে এলাকাবাসী নূরুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জানাযায়, নূরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। কিছুদিন চিকিৎসা নিয়ে স্বাভাবিক থাকলেও সম্প্রতি কয়েকদিন ধরে তার আচরণে আবার অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাবাকে আটক করা হয়েছে এবং প্রাথমিকভাবে তার মানসিক রোগের বিষয়টি জানা গেছে।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাবা কুড়াল দিয়ে কুপিয়ে নিজ শিশুপুত্রকে হত্যা করেছেন। পুলিশ তাকে আটক করেছে।
এ ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামে গতকাল বুধবার বিকেলে ঘটে মর্মান্তিক এ ঘটনা। নিহত শিশুর নাম মোবারক (১০)। তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন তার বাবা নূরুল আমিন (৩৫)।
স্থানীয়রা জানান, ঘটনার সময় তারা চিৎকার শুনে এগিয়ে গিয়ে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে এলাকাবাসী নূরুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জানাযায়, নূরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। কিছুদিন চিকিৎসা নিয়ে স্বাভাবিক থাকলেও সম্প্রতি কয়েকদিন ধরে তার আচরণে আবার অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাবাকে আটক করা হয়েছে এবং প্রাথমিকভাবে তার মানসিক রোগের বিষয়টি জানা গেছে।