চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত লটারির মাধ্যমে ওপেন মার্কেট সেল (ওএমএস) ডিলার নিয়োগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এই ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করে। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, ওএমএস ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. সফিকুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের প্রধান সহকারী মো. ইমাম হাসানসহ অন্যান্য কর্মকর্তা। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ টি ডিলারের বিপরীতে ২৩১টি আবেদন জমা পড়ে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগে এই প্রথমবারের মতো উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। ১৫টি ওয়ার্ডে ১৫ জন ডিলার নিয়োগ পাই।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত লটারির মাধ্যমে ওপেন মার্কেট সেল (ওএমএস) ডিলার নিয়োগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এই ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করে। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, ওএমএস ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. সফিকুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের প্রধান সহকারী মো. ইমাম হাসানসহ অন্যান্য কর্মকর্তা। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ টি ডিলারের বিপরীতে ২৩১টি আবেদন জমা পড়ে। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগে এই প্রথমবারের মতো উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। ১৫টি ওয়ার্ডে ১৫ জন ডিলার নিয়োগ পাই।