বগুড়ার নন্দীগ্রামে সেচ ব্যবস্থাপনা নীতিমালা ভঙ্গ করে নতুন সেচ লাইসেন্স প্রদানের অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু এই তদন্ত কমিটি গঠন করে দেন। তিন সদস্যের এই তদস্ত কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হককে আহবায়ক করা হয়েছে।
উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেন নন্দীগ্রাম ইউনিয়নের বিজয়ঘট গ্রামের কৃষক ইউনুছ আলী। সেই অভিযোগে সূত্রে জানা যায়, কৃষক ইউনুছ আলীর নামে অগভীর নলকূপের (লাইসেন্স নং ৮৯/২০১৬) সেচ লাইসেন্স দেন নন্দীগ্রাম উপজেলা সেচ কমিটি। তার কমান্ডিং এরিয়ার মধ্যে একই গ্রামের কাজেম আলীর নামে নতুন করে আরেটি অগভীর নলকূপের লাইসেন্স প্রদান করা হয়েছে; যা সেচ ব্যবস্থাপনা নীতিমালা বহির্ভূত। এ ছাড়া লাইসেন্স পাওয়ার আগে কাজেম আলীর নামে সেখানে জমি ও বোরিং পাইপ ছিলো না বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ বিষয়ে কাজেম আলী বলেন, ওই জমি আমি আগেই কিনেছিলাম কিন্তু দলিল করা বাদ ছিলো। পরে জমি দলিল করে নিয়েছি।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
বগুড়ার নন্দীগ্রামে সেচ ব্যবস্থাপনা নীতিমালা ভঙ্গ করে নতুন সেচ লাইসেন্স প্রদানের অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু এই তদন্ত কমিটি গঠন করে দেন। তিন সদস্যের এই তদস্ত কমিটিতে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হককে আহবায়ক করা হয়েছে।
উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেন নন্দীগ্রাম ইউনিয়নের বিজয়ঘট গ্রামের কৃষক ইউনুছ আলী। সেই অভিযোগে সূত্রে জানা যায়, কৃষক ইউনুছ আলীর নামে অগভীর নলকূপের (লাইসেন্স নং ৮৯/২০১৬) সেচ লাইসেন্স দেন নন্দীগ্রাম উপজেলা সেচ কমিটি। তার কমান্ডিং এরিয়ার মধ্যে একই গ্রামের কাজেম আলীর নামে নতুন করে আরেটি অগভীর নলকূপের লাইসেন্স প্রদান করা হয়েছে; যা সেচ ব্যবস্থাপনা নীতিমালা বহির্ভূত। এ ছাড়া লাইসেন্স পাওয়ার আগে কাজেম আলীর নামে সেখানে জমি ও বোরিং পাইপ ছিলো না বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ বিষয়ে কাজেম আলী বলেন, ওই জমি আমি আগেই কিনেছিলাম কিন্তু দলিল করা বাদ ছিলো। পরে জমি দলিল করে নিয়েছি।