কুমিল্লার চান্দিনায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফাকে (৩০) আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫২ লাখ ৮৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
গত বুধবার দিনগত রাত ১টায় উপজেলার মহিচাইল গ্রামের ভূঁইয়াপাড়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী মো. মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে। গতকাল বৃহস্পতিবার চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
কুমিল্লার চান্দিনায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফাকে (৩০) আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫২ লাখ ৮৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।
গত বুধবার দিনগত রাত ১টায় উপজেলার মহিচাইল গ্রামের ভূঁইয়াপাড়া নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী মো. মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে। গতকাল বৃহস্পতিবার চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।