ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা বাংলাবাজার এলাকায় ছেলের সঙ্গে অভিমানে মাকসুদা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা ওই এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী।
নিহতার ছেলে মাহফুজ (১৭) বলেন, ‘মায়ের মোবাইলে অতিরিক্ত কথা বলা নিয়ে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে আমার সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে আমরা ঘুমিয়ে পড়ি। রাত তিনটার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি মা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। আমি চিৎকার করে উঠি। তখন পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে মাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মা কে মৃত ঘোষণা করেন।’ দোহার থানার পুলিশ পরিদর্শক মো. নুরুন্নবী ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শনিবার, ০২ আগস্ট ২০২৫
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা বাংলাবাজার এলাকায় ছেলের সঙ্গে অভিমানে মাকসুদা আক্তার (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা ওই এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী।
নিহতার ছেলে মাহফুজ (১৭) বলেন, ‘মায়ের মোবাইলে অতিরিক্ত কথা বলা নিয়ে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে আমার সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে আমরা ঘুমিয়ে পড়ি। রাত তিনটার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি মা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। আমি চিৎকার করে উঠি। তখন পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে মাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মা কে মৃত ঘোষণা করেন।’ দোহার থানার পুলিশ পরিদর্শক মো. নুরুন্নবী ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’