পটুয়াখালীর দুমকিতে মুক্তা আক্তার (২২) নামের এক দুই সন্তানের জননী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের শশুরবাড়ি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শশুর বাড়ির লোকজনের দাবি, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে মুক্তার বড় ভাই মাসুম হোসেনের অভিযোগ, কৌতুকের জন্য শ্বশুর-শাশুড়ির নির্যাতনের কারণে মুক্তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জেনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।