ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়জাপ এলাকার কাঁচা মাটিয়া নদীতে ভেসে উঠলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে স্থানীয়রা নদীর পাড়ে ছুটে গেলে মুহূর্তেই এলাকাজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। শত শত নারী-পুরুষ ভিড় করেন ঘটনাস্থলে।
পরিবার মরদেহ শনাক্ত করে জানায়, নিহত নারী উপজেলার রুস্তম আলী মাস্টারের স্ত্রী জোহরা খাতুন (৬০)। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং এক সপ্তাহ আগে নিখোঁজ হন বলে দাবি করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল দেবাশীষ সরকার এবং ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান। ঈশ্বরগঞ্জ থানার ওসি জানান, রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়জাপ এলাকার কাঁচা মাটিয়া নদীতে ভেসে উঠলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে স্থানীয়রা নদীর পাড়ে ছুটে গেলে মুহূর্তেই এলাকাজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য। শত শত নারী-পুরুষ ভিড় করেন ঘটনাস্থলে।
পরিবার মরদেহ শনাক্ত করে জানায়, নিহত নারী উপজেলার রুস্তম আলী মাস্টারের স্ত্রী জোহরা খাতুন (৬০)। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং এক সপ্তাহ আগে নিখোঁজ হন বলে দাবি করেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল দেবাশীষ সরকার এবং ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান। ঈশ্বরগঞ্জ থানার ওসি জানান, রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।