সিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় তৈরি দুইটি ওয়ান শাটার গানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রী ছাউনির সামনে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬) ও বেলকুচি উপজেলার শান্তারমোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজিব (২২)।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের এস আই নাজমুল হক জানান, অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলযোগে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তাদের আটকের পর দুজনের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এরপর অস্ত্রধারীদের আটক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে।