দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা দায়েরের ১ ঘণ্টার মধ্যে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আসামিদের ডিবির পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্জল্যকর সৃষ্টি হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে ভুক্তভোগি ডা. মশিউর রহমান বাদী হয়ে ১৩ জনের নামে থানায় এজাহার দায়ের করেন। গত ৩১ জুলাই হাকিমপুর হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমান সকাল ৮ ঘটিকা থেকে দুপুর পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। এ সময় আসামি ওমর ফারুক ও তার স্ত্রী সুখি খাতুন দীর্ঘ ১০-১২ দিন যাবত হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় রিলিজ নেয়ার কথা বলে ডাক্তার। এ বিষয়ে বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন সহ ১০-১২ জন মিলে জরুরি বিভাগে ডাক্তার মারধর করে এবং একপর্যায়ে তার মোবাইল কেড়ে নেয়।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা দায়েরের ১ ঘণ্টার মধ্যে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আসামিদের ডিবির পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্জল্যকর সৃষ্টি হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে ভুক্তভোগি ডা. মশিউর রহমান বাদী হয়ে ১৩ জনের নামে থানায় এজাহার দায়ের করেন। গত ৩১ জুলাই হাকিমপুর হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমান সকাল ৮ ঘটিকা থেকে দুপুর পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। এ সময় আসামি ওমর ফারুক ও তার স্ত্রী সুখি খাতুন দীর্ঘ ১০-১২ দিন যাবত হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় রিলিজ নেয়ার কথা বলে ডাক্তার। এ বিষয়ে বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন সহ ১০-১২ জন মিলে জরুরি বিভাগে ডাক্তার মারধর করে এবং একপর্যায়ে তার মোবাইল কেড়ে নেয়।