মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ানতানে মহাসড়কে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন- গাড়িচালক মো. সাবের হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতরা হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র (৪০)। তাদের উদ্ধার করে কুয়ানতানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালয়েশিয়ার স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় পূর্ব উপকূল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দ্য স্টারসহ মালয়েশিয়ার একাধিক গণমাধ্যম জানিয়েছে।
কুয়ানতান জেলা পুলিশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মো. আদলি মাত দাউদ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার সময় যাত্রীরা গাড়িতে করে কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার বাঁ দিকে ছিটকে পড়ে।
শনিবার, ০২ আগস্ট ২০২৫
মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ানতানে মহাসড়কে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন- গাড়িচালক মো. সাবের হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতরা হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র (৪০)। তাদের উদ্ধার করে কুয়ানতানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালয়েশিয়ার স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় পূর্ব উপকূল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দ্য স্টারসহ মালয়েশিয়ার একাধিক গণমাধ্যম জানিয়েছে।
কুয়ানতান জেলা পুলিশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মো. আদলি মাত দাউদ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার সময় যাত্রীরা গাড়িতে করে কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন। পথিমধ্যে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার বাঁ দিকে ছিটকে পড়ে।