চট্টগ্রামের হাটহাজারীতে এক কিশোরীকে তুলে নিয়ে বিয়ের ঘটনায় সালিশি বৈঠকে তার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনী আমতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফখরুল ইসলাম (৫৮)।
স্থানীয় সূত্র জানায়, গত ২৭ জুলাই ফখরুলের সাড়ে ১৪ বছর বয়সী মেয়েকে প্রতিবেশী যুবক রিফাত তুলে নিয়ে বিয়ে করে। পরে কিশোরীর পরিবার হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থেকে মেয়েটিকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়।
এই ঘটনা নিয়ে শুক্রবার রাতে দুই পরিবারের মধ্যে সালিশি বৈঠক হয়। বৈঠকে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ফখরুলকে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে দাবি করেন স্বজনরা। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, সালিশে ‘হৈচৈ’র কথা তারা শুনেছেন। তবে ফখরুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর কাউকে আটক করা হয়নি, তবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
চট্টগ্রামের হাটহাজারীতে এক কিশোরীকে তুলে নিয়ে বিয়ের ঘটনায় সালিশি বৈঠকে তার বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনী আমতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফখরুল ইসলাম (৫৮)।
স্থানীয় সূত্র জানায়, গত ২৭ জুলাই ফখরুলের সাড়ে ১৪ বছর বয়সী মেয়েকে প্রতিবেশী যুবক রিফাত তুলে নিয়ে বিয়ে করে। পরে কিশোরীর পরিবার হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থেকে মেয়েটিকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়।
এই ঘটনা নিয়ে শুক্রবার রাতে দুই পরিবারের মধ্যে সালিশি বৈঠক হয়। বৈঠকে একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ফখরুলকে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে দাবি করেন স্বজনরা। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, সালিশে ‘হৈচৈ’র কথা তারা শুনেছেন। তবে ফখরুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর কাউকে আটক করা হয়নি, তবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।