নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের হিড়নালে পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে ফেসবুক লাইভে এসে শান্ত সরকার নামের এক যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলায় অন্যতম আসামি চিহ্নিত মাদক কারবারি শাহীন আকন্দকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রূপগঞ্জ থানায় তাকে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শাহীন আকন্দ পলখান এলাকার বাছির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ৩ মাস পূর্বে শান্ত সরকার হত্যাকা-ে তার চাচা সালাহ উদ্দিন সরকার বাদী হয়ে ১৮ জন নামীয় আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামী শাহীন আকন্দকে রাতে র্যাব-১ এর সিপিসি ৩ এর একটি দল গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছেন।
এর আগে যুবদল কর্মী শান্ত সরকারকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করলে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ এপ্রিল সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শান্ত।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের হিড়নালে পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে ফেসবুক লাইভে এসে শান্ত সরকার নামের এক যুবদল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলায় অন্যতম আসামি চিহ্নিত মাদক কারবারি শাহীন আকন্দকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রূপগঞ্জ থানায় তাকে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শাহীন আকন্দ পলখান এলাকার বাছির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ৩ মাস পূর্বে শান্ত সরকার হত্যাকা-ে তার চাচা সালাহ উদ্দিন সরকার বাদী হয়ে ১৮ জন নামীয় আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামী শাহীন আকন্দকে রাতে র্যাব-১ এর সিপিসি ৩ এর একটি দল গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছেন।
এর আগে যুবদল কর্মী শান্ত সরকারকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করলে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ এপ্রিল সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শান্ত।