মঠবাড়িয়া (পিরোজপুর) : পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ স্থাপনা -সংবাদ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা বেড়িবাঁধের ২২ কুড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মিলন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনিটিকিকাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ভেচকি গ্রামের সত্তার খানের ছেলে।
জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড ডিসিআর দেয়ার ক্ষেত্রে সব ধরনের আবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরনের বিষয়টি স্থগিত রেখেছে। তারপরও একটি অসাধু চক্র পানি উন্নয়ন বোর্ড থেকে মৌখিক অনুমোদনের নামে অথবা ডিসিআরের আবেদন করা হয়েছে বলে স্থাপনা নির্মাণ করে সরকারি জমি দখল করার চেষ্টা করে আসছে। মঠবাড়িয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অফিস থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা পিরোজপুরে অবস্থান করেই অফিসিয়াল কাজ সম্পন্ন করায় সঠিক তদারকির অভাবে মঠবাড়িয়ায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল হয়ে যাচ্ছে। ২২ কুড়া এলাকায় যে অবৈধ স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে সেটির দৈর্ঘ্য ৫০ ফুট এবং প্রস্থ ৪০ ফুট। প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই গ্রেট ভিমের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এ ব্যাপারে দখলকারী মিলন খান জানান, পানি উন্নয়ন বোর্ডে ডিসিআরের আবেদন করে নির্মাণকাজ শুরু করেছি। আবেদন পিরোজপুর অফিসে জমা রেখেছে।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মহাসিনুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমি ডিসিআর প্রদান সাময়িকভাবে স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা নির্মাণকারীকে প্রথমে মৌখিকভাবে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হবে। এর ব্যত্যয় হলে থানা পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আবদুল কাইয়ূম জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঠবাড়িয়া (পিরোজপুর) : পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ স্থাপনা -সংবাদ
রোববার, ০৩ আগস্ট ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা বেড়িবাঁধের ২২ কুড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মিলন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনিটিকিকাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ভেচকি গ্রামের সত্তার খানের ছেলে।
জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড ডিসিআর দেয়ার ক্ষেত্রে সব ধরনের আবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরনের বিষয়টি স্থগিত রেখেছে। তারপরও একটি অসাধু চক্র পানি উন্নয়ন বোর্ড থেকে মৌখিক অনুমোদনের নামে অথবা ডিসিআরের আবেদন করা হয়েছে বলে স্থাপনা নির্মাণ করে সরকারি জমি দখল করার চেষ্টা করে আসছে। মঠবাড়িয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অফিস থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তা পিরোজপুরে অবস্থান করেই অফিসিয়াল কাজ সম্পন্ন করায় সঠিক তদারকির অভাবে মঠবাড়িয়ায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল হয়ে যাচ্ছে। ২২ কুড়া এলাকায় যে অবৈধ স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে সেটির দৈর্ঘ্য ৫০ ফুট এবং প্রস্থ ৪০ ফুট। প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই গ্রেট ভিমের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এ ব্যাপারে দখলকারী মিলন খান জানান, পানি উন্নয়ন বোর্ডে ডিসিআরের আবেদন করে নির্মাণকাজ শুরু করেছি। আবেদন পিরোজপুর অফিসে জমা রেখেছে।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মহাসিনুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের জমি ডিসিআর প্রদান সাময়িকভাবে স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা নির্মাণকারীকে প্রথমে মৌখিকভাবে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হবে। এর ব্যত্যয় হলে থানা পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আবদুল কাইয়ূম জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।