রবির স্থায়ী ক্যাম্পাসের দাবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে দু’দিন বিরতির পর শিক্ষক-শিক্ষার্থীরা ফের বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার (০৩-০৮-২০২৫) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ এর সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে রোববার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের শতশত মানুষ বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। এদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, যুগনীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়, সিরাজ মডেল উচ্চ বিদ্যালয়, ইউনিক মডেল স্কুল, ফখরুল মেমোরিয়াল কিন্ডার গার্ডেন, রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও বাইতুল হিকমা মডেল মাদ্রাসার শত শত শিক্ষক ও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি অংশগ্রহণ করেন। এক পর্যায়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল সহকারে বিসিক বাসস্ট্যান্ডের বিক্ষোভ সমাবেশে যোগদান দেন। সমাবেশে বক্তব্যকালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। পৌর এলাকার তিনটি বেসরকারি কলেজ ও দুইটি ভাড়া করা ভবনে নানা প্রতিকূলতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও দীর্ঘ ৯ বছরে সরকারিভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কোন বরাদ্দ দেয়া হয়নি।
তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ৯ হাজার ২শ’ কোটি টাকার ডিপিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ওই ডিপিপি ৭ বার কাটছাঁট করে সর্বশেষ ৫১৯ কোটি ১৫ লাখ টাকার প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ওই ডিপিপি অনুমোদন করে পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠালেও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ‘একনেক’ অদৃশ্য কারণে তা অনুমোদন করছে না।
তিনি বলেন আমাদের ক্যাম্পাস নেই, তাই মহাসড়কই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মহাসড়কেরই অবস্থান করবো। অন্যদিকে উক্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন করা না হলে রাজপথের পাশাপাশি রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে ২ ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করায় ঢাকা ও পাবনাগামী শত শত যানবাহন আটকা পরে তীব্র যানযটের সৃষ্টি হয়। এর ফলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
রবির স্থায়ী ক্যাম্পাসের দাবি
রোববার, ০৩ আগস্ট ২০২৫
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে দু’দিন বিরতির পর শিক্ষক-শিক্ষার্থীরা ফের বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার (০৩-০৮-২০২৫) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩ এর সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে রোববার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের শতশত মানুষ বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। এদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, যুগনীদহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়, সিরাজ মডেল উচ্চ বিদ্যালয়, ইউনিক মডেল স্কুল, ফখরুল মেমোরিয়াল কিন্ডার গার্ডেন, রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও বাইতুল হিকমা মডেল মাদ্রাসার শত শত শিক্ষক ও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি অংশগ্রহণ করেন। এক পর্যায়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল সহকারে বিসিক বাসস্ট্যান্ডের বিক্ষোভ সমাবেশে যোগদান দেন। সমাবেশে বক্তব্যকালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। পৌর এলাকার তিনটি বেসরকারি কলেজ ও দুইটি ভাড়া করা ভবনে নানা প্রতিকূলতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও দীর্ঘ ৯ বছরে সরকারিভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কোন বরাদ্দ দেয়া হয়নি।
তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ৯ হাজার ২শ’ কোটি টাকার ডিপিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ওই ডিপিপি ৭ বার কাটছাঁট করে সর্বশেষ ৫১৯ কোটি ১৫ লাখ টাকার প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ওই ডিপিপি অনুমোদন করে পরিকল্পনা মন্ত্রণালয়ের পাঠালেও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ‘একনেক’ অদৃশ্য কারণে তা অনুমোদন করছে না।
তিনি বলেন আমাদের ক্যাম্পাস নেই, তাই মহাসড়কই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মহাসড়কেরই অবস্থান করবো। অন্যদিকে উক্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন করা না হলে রাজপথের পাশাপাশি রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে ২ ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করায় ঢাকা ও পাবনাগামী শত শত যানবাহন আটকা পরে তীব্র যানযটের সৃষ্টি হয়। এর ফলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।