রংপুরের পীরগাছায় বন্ধক রাখা এক মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম এমিল উদ্দিন (২৭)। তিনি রংপুর নগরীর আশরতপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আফজাল হোসেন। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই উপজেলার দেউতি এলাকার আনারুল ইসলাম রাব্বি আর্থিক সংকটে পড়ে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি মাত্র তিন দিনের জন্য এক হাজার টাকায় বন্ধক রেখে ঢাকায় যান। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জোগাড় করতে না পারায় তিনি ফোনটি আর ফেরত নিতে পারেননি। সেই সুযোগে মোবাইল ফোনটি ব্যবহার করতে শুরু করেন এমিল উদ্দিন। এরপর সেই মোবাইল থেকেই রাব্বির ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে তিনটি ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট করা হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নামে। পরে মোবাইল নম্বর ট্র্যাক করে রাব্বির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওই মোবাইল এখন তার কাছে নেই এবং পোস্টগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তদন্তের একপর্যায়ে নিশ্চিত হওয়া যায়, মোবাইলটি বর্তমানে এমিল উদ্দিনের কাছে রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রংপুর নগরীর সমবায় মার্কেট এলাকায় একটি পুরনো মোবাইল বিক্রির দোকান থেকে এমিল উদ্দিনকে আটক করে পুলিশ। ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ধর্ম নিয়ে উসকানিমূলক পোস্ট করায় তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে এমিল উদ্দিন ফেসবুক পোস্টগুলোর দায় স্বীকার করেছেন।
পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
রংপুরের পীরগাছায় বন্ধক রাখা এক মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম এমিল উদ্দিন (২৭)। তিনি রংপুর নগরীর আশরতপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আফজাল হোসেন। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই উপজেলার দেউতি এলাকার আনারুল ইসলাম রাব্বি আর্থিক সংকটে পড়ে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি মাত্র তিন দিনের জন্য এক হাজার টাকায় বন্ধক রেখে ঢাকায় যান। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জোগাড় করতে না পারায় তিনি ফোনটি আর ফেরত নিতে পারেননি। সেই সুযোগে মোবাইল ফোনটি ব্যবহার করতে শুরু করেন এমিল উদ্দিন। এরপর সেই মোবাইল থেকেই রাব্বির ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে তিনটি ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট করা হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নামে। পরে মোবাইল নম্বর ট্র্যাক করে রাব্বির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওই মোবাইল এখন তার কাছে নেই এবং পোস্টগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তদন্তের একপর্যায়ে নিশ্চিত হওয়া যায়, মোবাইলটি বর্তমানে এমিল উদ্দিনের কাছে রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রংপুর নগরীর সমবায় মার্কেট এলাকায় একটি পুরনো মোবাইল বিক্রির দোকান থেকে এমিল উদ্দিনকে আটক করে পুলিশ। ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘ধর্ম নিয়ে উসকানিমূলক পোস্ট করায় তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে এমিল উদ্দিন ফেসবুক পোস্টগুলোর দায় স্বীকার করেছেন।
পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।