রাজধানীর পল্টন এলাকায় ৬ দিন আগে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে তার কাছ থেকে টাকা ও স্বর্ণ ছিনিয়ে নেয়ার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে শনিবার রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম তাদের গ্রেপ্তারের তথ্য দিয়ে বলেন, তারা পেশাদার ছিনতাইকারী বা ডাকাতচক্র। গ্রেপ্তার ৮ জন হলেন মিন্টু হালদার, নাজমুল হাসান, নির্মল হালদার, সালাউদ্দিন, দেলোয়ার হোসেন সিকদার, সৈয়দ শামীম হোসেন, পবিত্র পাল ও বলরাম চন্দ্র পাল। তাদের কাছ থেকে র্যাবের পোশাক, ব্যাজ, ক্যাপ, মোবাইল ফোন, খেলনা পিস্তল, হাতকড়া, সিগন্যাল লাইট ও স্কুটি জব্দ করেছে পুলিশ।
পল্টনে গত ২৮ জুলাই রঞ্জন চন্দ্র সিংহ নামে এক গয়না ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ লুট করে র্যাব পরিচয়ে কয়েকজন। পুলিশ বলছে, ঘটনার দিন ভুক্তভোগী সচিবালয় মেট্রো স্টেশনের কাছাকাছি পৌঁছালে র্যাবের পোশাক পরা তিন-চারজন ব্যক্তি তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তার কাছ থেকে সবকিছু রেখে কাঁচপুর এলাকায় নামিয়ে দেয়।
উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘র্যাবের পোশাক পরা তিন-চারজন এসে বলে ‘তুমি মামলার আসামি, তুমি আমাদের সঙ্গে আসো’। এ ঘটনায় যারা সম্পৃক্ত ছিল সবাইকে শনাক্ত করতে সক্ষম হই, পরে গত বৃহস্পতিবার শাহবাগ এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’
গ্রেপ্তাররা ঢাকার তাঁতিবাজার স্বর্ণপট্টি এলাকায় আসা গয়না ব্যবসায়ীদের অনুসরণ করে তাদের জন্য সুবিধাজনক স্থানে পথরোধ করে র্যাব ও ডিবির পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তারা প্রতিনিয়তই এই কাজগুলো করে যাচ্ছে। তাদের কিছু নেতা আছে, তাদেরকেও শনাক্ত করতে পেরেছি, আশা করছি তাদেরকেও গ্রেপ্তার করতে সক্ষম হব। ‘তারা নির্বিঘ্নে দিনের আলোতে এই ডাকাতিগুলো করে আসছে। এই চক্রের চার-পাঁচটা গ্রুপ আছে। তারা আলাদা আলাদা আবার কখনও একত্রে হয়ে এই কাজ করে আসছে।’ এক প্রশ্নের জবাবে মাসুদ আলম বলেন, ‘এটা একেবারেই ছিনতাইকারী বা ডাকাতচক্র, এদের সঙ্গে অন্য কোনো রকম কিছু আমরা পাইনি। এদের পেশাই এটা।’
রোববার, ০৩ আগস্ট ২০২৫
রাজধানীর পল্টন এলাকায় ৬ দিন আগে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে তার কাছ থেকে টাকা ও স্বর্ণ ছিনিয়ে নেয়ার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে শনিবার রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম তাদের গ্রেপ্তারের তথ্য দিয়ে বলেন, তারা পেশাদার ছিনতাইকারী বা ডাকাতচক্র। গ্রেপ্তার ৮ জন হলেন মিন্টু হালদার, নাজমুল হাসান, নির্মল হালদার, সালাউদ্দিন, দেলোয়ার হোসেন সিকদার, সৈয়দ শামীম হোসেন, পবিত্র পাল ও বলরাম চন্দ্র পাল। তাদের কাছ থেকে র্যাবের পোশাক, ব্যাজ, ক্যাপ, মোবাইল ফোন, খেলনা পিস্তল, হাতকড়া, সিগন্যাল লাইট ও স্কুটি জব্দ করেছে পুলিশ।
পল্টনে গত ২৮ জুলাই রঞ্জন চন্দ্র সিংহ নামে এক গয়না ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ লুট করে র্যাব পরিচয়ে কয়েকজন। পুলিশ বলছে, ঘটনার দিন ভুক্তভোগী সচিবালয় মেট্রো স্টেশনের কাছাকাছি পৌঁছালে র্যাবের পোশাক পরা তিন-চারজন ব্যক্তি তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তার কাছ থেকে সবকিছু রেখে কাঁচপুর এলাকায় নামিয়ে দেয়।
উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘র্যাবের পোশাক পরা তিন-চারজন এসে বলে ‘তুমি মামলার আসামি, তুমি আমাদের সঙ্গে আসো’। এ ঘটনায় যারা সম্পৃক্ত ছিল সবাইকে শনাক্ত করতে সক্ষম হই, পরে গত বৃহস্পতিবার শাহবাগ এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’
গ্রেপ্তাররা ঢাকার তাঁতিবাজার স্বর্ণপট্টি এলাকায় আসা গয়না ব্যবসায়ীদের অনুসরণ করে তাদের জন্য সুবিধাজনক স্থানে পথরোধ করে র্যাব ও ডিবির পরিচয় দিয়ে ডাকাতি করে আসছিল বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তারা প্রতিনিয়তই এই কাজগুলো করে যাচ্ছে। তাদের কিছু নেতা আছে, তাদেরকেও শনাক্ত করতে পেরেছি, আশা করছি তাদেরকেও গ্রেপ্তার করতে সক্ষম হব। ‘তারা নির্বিঘ্নে দিনের আলোতে এই ডাকাতিগুলো করে আসছে। এই চক্রের চার-পাঁচটা গ্রুপ আছে। তারা আলাদা আলাদা আবার কখনও একত্রে হয়ে এই কাজ করে আসছে।’ এক প্রশ্নের জবাবে মাসুদ আলম বলেন, ‘এটা একেবারেই ছিনতাইকারী বা ডাকাতচক্র, এদের সঙ্গে অন্য কোনো রকম কিছু আমরা পাইনি। এদের পেশাই এটা।’