ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কংক্রিট বোল্ডার দিয়ে মাথা-শরীর থেঁতলে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার কেরাণীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তারের তথ্য শনিবার এক সংবাদ সম্মেলনে জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। ওই দুজন হলেন- রোমান ব্যপারী ও আবীর হোসেন। আলোচিত এ হত্যাকাণ্ডে এ নিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তালেবুর রহমান বলেন, এর আগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে ৯জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে ‘সম্পৃক্ত’ নতুন দুইজনকে গ্রেপ্তারের কথা বলেন তিনি। পুলিশের এ কর্মকর্তা বলেন, মামলাটির এজাহারভুক্ত ১৯ জন আসামির মধ্যে ৯জন গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।
ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেইটের সামনে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এরপর সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। পুলিশ ও স্থানীয়রা বলছেন, ওই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্যে যাদের নাম আসছে, তারা সবাই পূর্ব পরিচিত। একসময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগী ছিলেন। ব্যবসা সংক্রান্ত বিরোধে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কংক্রিট বোল্ডার দিয়ে মাথা-শরীর থেঁতলে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার কেরাণীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তারের তথ্য শনিবার এক সংবাদ সম্মেলনে জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। ওই দুজন হলেন- রোমান ব্যপারী ও আবীর হোসেন। আলোচিত এ হত্যাকাণ্ডে এ নিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তালেবুর রহমান বলেন, এর আগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে ৯জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে ‘সম্পৃক্ত’ নতুন দুইজনকে গ্রেপ্তারের কথা বলেন তিনি। পুলিশের এ কর্মকর্তা বলেন, মামলাটির এজাহারভুক্ত ১৯ জন আসামির মধ্যে ৯জন গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিদেরও ধরার চেষ্টা চলছে।
ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেইটের সামনে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এরপর সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। পুলিশ ও স্থানীয়রা বলছেন, ওই হত্যাকাণ্ডে যাদের অংশ নিতে দেখা গেছে এবং নেপথ্যে যাদের নাম আসছে, তারা সবাই পূর্ব পরিচিত। একসময় তাদের কয়েকজন সোহাগের ব্যবসার সহযোগী ছিলেন। ব্যবসা সংক্রান্ত বিরোধে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে।