রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মচারী সমিতির এক নেতার মাথায় গুলি করা হয়েছে। গত শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত জামাল হোসেন (৪০) বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তার অবস্থা আশঙ্কাজনক।
জামালের ভাই জসিম উদ্দিন ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, কর্মচারী সমিতির অফিসের সামনেই ছিলেন তার ভাই। সেখানে মাস্ক পরে দুইজন এসে তার ভাইয়ের মাথায় গুলি করে চলে যায়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্মচারী সমিতির নির্বাচন ঘিরে জামালের ওপর হামলা চালানো হতে পারে বলে ধারণা তার ভাই জসিম উদ্দিনের।
সাংবাদিকদের তিনি বলেন, জামাল এবারও সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে দ্বন্দ্ব থেকে তাকে গুলি করা হতে পারে বলে ধারণা করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, জামালের ডান চোখে গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টারে চিকিৎসা চলছে।
রোববার, ০৩ আগস্ট ২০২৫
রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মচারী সমিতির এক নেতার মাথায় গুলি করা হয়েছে। গত শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত জামাল হোসেন (৪০) বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তার অবস্থা আশঙ্কাজনক।
জামালের ভাই জসিম উদ্দিন ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, কর্মচারী সমিতির অফিসের সামনেই ছিলেন তার ভাই। সেখানে মাস্ক পরে দুইজন এসে তার ভাইয়ের মাথায় গুলি করে চলে যায়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কর্মচারী সমিতির নির্বাচন ঘিরে জামালের ওপর হামলা চালানো হতে পারে বলে ধারণা তার ভাই জসিম উদ্দিনের।
সাংবাদিকদের তিনি বলেন, জামাল এবারও সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে দ্বন্দ্ব থেকে তাকে গুলি করা হতে পারে বলে ধারণা করছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, জামালের ডান চোখে গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টারে চিকিৎসা চলছে।