খুলনা নগরীর মহেশ্বরপাশা এলাকায় গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে আল আমিন (২৮) নামে এক যুবককে। রোববার রাত ৯টার দিকে খানাবাড়ি সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আল আমিন দিঘির পূর্বপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। এলাকাবাসী জানান, খানাবাড়ি সড়কে একটি চালু মোটরসাইকেলের পাশে গলা কাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, মরদেহের গলা ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে কাটা হয়েছিল যে, মাথা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এ সময় তার মোটরসাইকেলটি চালু অবস্থায় পাওয়া যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় তাকে থামিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা গুলি ছুড়েছে বলেও প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে এবং জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ শুরু করেছে।
এদিকে, গত এক মাসে খুলনা শহরে চারজন খুন হয়েছেন। এর আগে শুক্রবার রাতে সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর (২৭) নামে একজন রঙের ঠিকাদারকে বাড়িতে ঢুকে হত্যা করা হয়।
তারও আগে, ২২ জুলাই নিরালা কাঁচাবাজার এলাকার পাশে ছুরিকাঘাতে নিহত হন ব্যবসায়ী জাকির হোসেন (৫০)। এবং ১১ জুলাই মহেশ্বরপাশা পশ্চিম এলাকায় গুলি করে ও রগ কেটে হত্যা করা হয় মাহবুবুর রহমান মোল্লাকে (৩৮), যিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
খুলনা নগরীর মহেশ্বরপাশা এলাকায় গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে আল আমিন (২৮) নামে এক যুবককে। রোববার রাত ৯টার দিকে খানাবাড়ি সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আল আমিন দিঘির পূর্বপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন। এলাকাবাসী জানান, খানাবাড়ি সড়কে একটি চালু মোটরসাইকেলের পাশে গলা কাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, মরদেহের গলা ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে কাটা হয়েছিল যে, মাথা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এ সময় তার মোটরসাইকেলটি চালু অবস্থায় পাওয়া যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় তাকে থামিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা গুলি ছুড়েছে বলেও প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে এবং জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ শুরু করেছে।
এদিকে, গত এক মাসে খুলনা শহরে চারজন খুন হয়েছেন। এর আগে শুক্রবার রাতে সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর (২৭) নামে একজন রঙের ঠিকাদারকে বাড়িতে ঢুকে হত্যা করা হয়।
তারও আগে, ২২ জুলাই নিরালা কাঁচাবাজার এলাকার পাশে ছুরিকাঘাতে নিহত হন ব্যবসায়ী জাকির হোসেন (৫০)। এবং ১১ জুলাই মহেশ্বরপাশা পশ্চিম এলাকায় গুলি করে ও রগ কেটে হত্যা করা হয় মাহবুবুর রহমান মোল্লাকে (৩৮), যিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন।