ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবিতে স্মারকলিপি প্রদান ও সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি উত্থাপন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা)- ৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ এক সময়ের কৃষিনিভর্র অঞ্চল ছিল। ৬০-এর দশকে খাদ্য উৎপাদন বাড়াতে পাকিস্তান আমলে গৃহীত হয় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ প্রকল্প। সেই প্রকল্পের উদ্দেশ্য ছিল এক ফসলের পরিবর্তে তিন ফসল উৎপাদন। কিন্তু বর্তমানে ডিএনডি এলাকায় শিল্প ও আবাসনের প্রসারের ফলে কৃষিজমি এখন আবাসিক এলাকা হওয়ায় হারিয়ে জলাবদ্ধতা বেড়েছে। সমাবেশ শেষে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনসহ প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রতিনিধির সমন্বয়ে একটি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্বারকলিপি প্রদানের আগে আয়োজিত সমাবেশে ছিলেন- ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও নাসিকের ৫ নম্বর ওয়াডের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল, সহসভাপতি এস এম আসলাম, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি দল।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবিতে স্মারকলিপি প্রদান ও সমাবেশ করেছে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ দাবি উত্থাপন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা)- ৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জ এক সময়ের কৃষিনিভর্র অঞ্চল ছিল। ৬০-এর দশকে খাদ্য উৎপাদন বাড়াতে পাকিস্তান আমলে গৃহীত হয় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ প্রকল্প। সেই প্রকল্পের উদ্দেশ্য ছিল এক ফসলের পরিবর্তে তিন ফসল উৎপাদন। কিন্তু বর্তমানে ডিএনডি এলাকায় শিল্প ও আবাসনের প্রসারের ফলে কৃষিজমি এখন আবাসিক এলাকা হওয়ায় হারিয়ে জলাবদ্ধতা বেড়েছে। সমাবেশ শেষে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনসহ প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রতিনিধির সমন্বয়ে একটি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্বারকলিপি প্রদানের আগে আয়োজিত সমাবেশে ছিলেন- ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও নাসিকের ৫ নম্বর ওয়াডের সাবেক কাউন্সিলর জিএম সাদরিল, সহসভাপতি এস এম আসলাম, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি দল।