ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত নারী সাথী আক্তার (৩২), স্বামী মনির হোসেনের বসতঘর থেকে মাদকদ্রব্যসহ আটক হন। পুলিশ জানায়, তার পরিহিত পায়জামার ডান পাশের কোচর থেকে একটি সিলযুক্ত জিপার ব্যাগে থাকা ৩০৫ পিস ইয়াবা এবং ঘরের বারান্দা থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার এসআই এলএম আতাউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে আলামত ওজন করে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত নারী সাথী আক্তার (৩২), স্বামী মনির হোসেনের বসতঘর থেকে মাদকদ্রব্যসহ আটক হন। পুলিশ জানায়, তার পরিহিত পায়জামার ডান পাশের কোচর থেকে একটি সিলযুক্ত জিপার ব্যাগে থাকা ৩০৫ পিস ইয়াবা এবং ঘরের বারান্দা থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার এসআই এলএম আতাউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে আলামত ওজন করে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।