বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মোকলেছুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত এবং ৪ জন আহত হয়েছেন। নিহত মোখলেছুর রহমান সারিয়াকান্দি পৌর এলাকার আন্দরবাড়ি গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে।
আহতরা হলেন হেলাল প্রামাণিক (৫৫), মতলব হোসেন (৬০), জালাল উদ্দিন (৫৫), অফিছ প্রামাণিক (৩৫)। গতকাল সোমবার সকাল ১১টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কে আমতলি ফায়ার সার্ভিস স্টেশন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বগুড়া চেলোপাড়া (সিএনজি স্ট্যান্ড) থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে সারিয়াকান্দির উদ্দেশে রওনা দেয়।
পথিমধ্যে সিএনজিটি সারিয়াকান্দি আমতলি এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন অফিসের সামনে আসলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে সিএনজিটি উল্টে যায়।
এতে পথচারী ও যাত্রীসহ ৫ জন আহত হয। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আহতদের মধ্যে গুরুতর আহত মোকলেছুর রহমানকে মুমূর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে মোখলেছুর রহমান সেখানে মৃত্যুবরণ করেন। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মোকলেছুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত এবং ৪ জন আহত হয়েছেন। নিহত মোখলেছুর রহমান সারিয়াকান্দি পৌর এলাকার আন্দরবাড়ি গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে।
আহতরা হলেন হেলাল প্রামাণিক (৫৫), মতলব হোসেন (৬০), জালাল উদ্দিন (৫৫), অফিছ প্রামাণিক (৩৫)। গতকাল সোমবার সকাল ১১টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কে আমতলি ফায়ার সার্ভিস স্টেশন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বগুড়া চেলোপাড়া (সিএনজি স্ট্যান্ড) থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে সারিয়াকান্দির উদ্দেশে রওনা দেয়।
পথিমধ্যে সিএনজিটি সারিয়াকান্দি আমতলি এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন অফিসের সামনে আসলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে সিএনজিটি উল্টে যায়।
এতে পথচারী ও যাত্রীসহ ৫ জন আহত হয। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আহতদের মধ্যে গুরুতর আহত মোকলেছুর রহমানকে মুমূর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে মোখলেছুর রহমান সেখানে মৃত্যুবরণ করেন। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।