পঞ্চগড়ের বোদা উপজেলায় এলপিজি ফিলিং স্টেশন কাশ রাদসহ চারটি ফিলিং স্টেশনকে ওজনে কম দেয়াসহ নানা অনিয়মের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ। এ সময় বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মহসীন রব্বানীসহ বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।