কিশোরগঞ্জের ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই বন্ধের প্রতিবাদে ছাত্র ও যুব সমাজের বিক্ষোভ ও শাড়ি চুড়ি নিয়ে থানা ঘেরাও করার পর সোমবার দ্বিতীয় দিনে ৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর আগে গত রোববার ২৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। দু’দিনে ৩১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করলো থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি। অভিযানে আটককৃতরা হলো আবুল কাসেম উরফে হাসু (৪৫), শামীম মিয়া (২৯), সোহরাফ হোসেন ওরফে আবুইল্লাহ (২৮), খোরশেদ আলম (৪০), মামুন (২৬), সোলামান মিয়া (৩৫), রাশেদ মিয়া (২৮), আরিফুল ইসলাম (২৮)। জানা যায়, ভৈরবে ব্যাপকহারে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় ভৈরববাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার শহরের স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে ভৈরব থানা পুলিশের জন্য থানায় শাড়ি ও চুড়ি নিয়ে হাজির হয় বিক্ষুব্ধরা। স্থানীয় জনতা ৩ দিনের আল্টিমেটাম দিলে পরে থানা পুলিশ ছিনতাই প্রতিরোধে আশ্বস্ত করে স্থানীয় জনতাকে থানা থেকে বিদায় করেন।
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
কিশোরগঞ্জের ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই বন্ধের প্রতিবাদে ছাত্র ও যুব সমাজের বিক্ষোভ ও শাড়ি চুড়ি নিয়ে থানা ঘেরাও করার পর সোমবার দ্বিতীয় দিনে ৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর আগে গত রোববার ২৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। দু’দিনে ৩১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করলো থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি। অভিযানে আটককৃতরা হলো আবুল কাসেম উরফে হাসু (৪৫), শামীম মিয়া (২৯), সোহরাফ হোসেন ওরফে আবুইল্লাহ (২৮), খোরশেদ আলম (৪০), মামুন (২৬), সোলামান মিয়া (৩৫), রাশেদ মিয়া (২৮), আরিফুল ইসলাম (২৮)। জানা যায়, ভৈরবে ব্যাপকহারে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় ভৈরববাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার শহরের স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে ভৈরব থানা পুলিশের জন্য থানায় শাড়ি ও চুড়ি নিয়ে হাজির হয় বিক্ষুব্ধরা। স্থানীয় জনতা ৩ দিনের আল্টিমেটাম দিলে পরে থানা পুলিশ ছিনতাই প্রতিরোধে আশ্বস্ত করে স্থানীয় জনতাকে থানা থেকে বিদায় করেন।