সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকার খালে অভিযান চালিয়ে ৩ জুলাই রাতে একটি ট্রলার তিনটি নৌকা, ১১ বোতল কীটনাশকসহ ৮ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন এলাকায় দুবলা টহল ফাঁড়ি, শেলার চর ও শরণখোলা স্টেশনের বনরক্ষীরা যৌথ অভিযান চালায় ওই এলাকায়। আটককৃত জেলেরা হলো বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা ও খুলনার কয়রা এলাকার বাসিন্দা সেকান্দার আলী, ওবায়দুল শেখ, সিরাজুল ইসলাম, আলী হাসান, জাহিদুল হাওলাদার, ওহাব মিয়া, মুহিত বাবলা ও শহিদুল হাওলাদার। গতকাল ৪ জুলাই সকালে এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকার খালে অভিযান চালিয়ে ৩ জুলাই রাতে একটি ট্রলার তিনটি নৌকা, ১১ বোতল কীটনাশকসহ ৮ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন এলাকায় দুবলা টহল ফাঁড়ি, শেলার চর ও শরণখোলা স্টেশনের বনরক্ষীরা যৌথ অভিযান চালায় ওই এলাকায়। আটককৃত জেলেরা হলো বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা ও খুলনার কয়রা এলাকার বাসিন্দা সেকান্দার আলী, ওবায়দুল শেখ, সিরাজুল ইসলাম, আলী হাসান, জাহিদুল হাওলাদার, ওহাব মিয়া, মুহিত বাবলা ও শহিদুল হাওলাদার। গতকাল ৪ জুলাই সকালে এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।