কুমিল্লা-১০ সংসদীয় আসন ভেঙে ত্রিখণ্ডিত করে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে এবং সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে গত সোমবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ মনিরুল হক চৌধুরী সমর্থিত বিএনপির নেতাকর্মীরা। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপি, মহানগর দক্ষিণ থানা বিএনপি ও লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কুমিল্লা-১০ সংসদীয় আসন ভেঙে ত্রিখণ্ডিত করে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মানববন্ধন শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন থেকে অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। কুমিল্লা-১০ সংসদীয় আসনের সদর দক্ষিণ উপজেলাকে (কুমিল্লা-১১) চৌদ্দগ্রাম উপজেলার সঙ্গে যুক্ত করায় প্রতিবাদ জানানো হয়। এতে আন্দোলনকারীরা কুমিল্লা মহানগর দক্ষিণের নয় ওয়ার্ড এবং সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলা নিয়ে সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের জোর দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না,