জুলাই গণঅভ্যুত্থানের সাহসীকতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও নির্ভীক সাংবাদিকতার জন্য সম্মাননা পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) পাঁচ সাংবাদিক।
সোমবার বিকেলে ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম এ সম্মাননা সাংবাদিকদের হাতে তুলে দেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সম্মাননা পাওয়া পাঁচ সাংবাদিক হলেন সংগঠনের সভাপতি ও দৈনিক যুগান্তরের বেরোবি প্রতিনিধি আনোয়ার হোসেন, সহ-সভাপতি ও স্থানীয় দৈনিক প্রতিদিনের বার্তা এবং সংবাদের বেরোবি প্রতিনিধি আবু সাঈদ, কোষাধ্যক্ষ মো. আল আমিন সাদিক সায়েম, কার্যনির্বাহী সদস্য, সাজ্জাদুর রহমান ও সদস্য মো. তাওহীদুল হক সিয়াম। অনুভূতি ব্যক্ত করে আবু সাঈদ বলেন, ‘এ সম্মাননা পেয়ে আমি আনন্দিত। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতি কৃতজ্ঞ। এ অর্জন শুধু আমার একার না, এই অর্জন বেরোবি ও বেরোবিসাসের।’ মো. আনোয়ার হোসেন বলেন, ‘সাংবাদিকতা কখনও শুধু খবর লেখা নয়। এটি হচ্ছে সত্যের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা, এবং অনেক সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও জনগণের পক্ষে কথা বলা।
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের সাহসীকতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও নির্ভীক সাংবাদিকতার জন্য সম্মাননা পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) পাঁচ সাংবাদিক।
সোমবার বিকেলে ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম এ সম্মাননা সাংবাদিকদের হাতে তুলে দেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সম্মাননা পাওয়া পাঁচ সাংবাদিক হলেন সংগঠনের সভাপতি ও দৈনিক যুগান্তরের বেরোবি প্রতিনিধি আনোয়ার হোসেন, সহ-সভাপতি ও স্থানীয় দৈনিক প্রতিদিনের বার্তা এবং সংবাদের বেরোবি প্রতিনিধি আবু সাঈদ, কোষাধ্যক্ষ মো. আল আমিন সাদিক সায়েম, কার্যনির্বাহী সদস্য, সাজ্জাদুর রহমান ও সদস্য মো. তাওহীদুল হক সিয়াম। অনুভূতি ব্যক্ত করে আবু সাঈদ বলেন, ‘এ সম্মাননা পেয়ে আমি আনন্দিত। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতি কৃতজ্ঞ। এ অর্জন শুধু আমার একার না, এই অর্জন বেরোবি ও বেরোবিসাসের।’ মো. আনোয়ার হোসেন বলেন, ‘সাংবাদিকতা কখনও শুধু খবর লেখা নয়। এটি হচ্ছে সত্যের পক্ষে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা, এবং অনেক সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও জনগণের পক্ষে কথা বলা।